বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বলরামপুর যুব সমাজের আয়োজনে গ্রামবাংলার ঐতিহ্যবাহী বিষাক্ত সাপের মাধ্যমে পাতা খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়নের বলরামপুর দাখিল মাদ্রাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন এলাকা থেকে আসা আদিবাসী, মাহান, কবিরাজ ও তান্ত্রিকেরা তন্ত্রমন্ত্র দিয়ে পাতা রূপে বিষাক্ত
সাপ মাঠের মাঝখান থেকে প্রতিযোগিদের কাছে নিয়ে আসার শ্বাসরুদ্ধকর প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। হারিয়ে যাওয়া গ্রামীণ এই পাতা খেলায় বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় কয়েক হাজার নারী-পুরুষ, শিশু-কিশোর, বৃদ্ধ কেউ প্রাথমিক বিদ্যালয়ের টিনের চালে,কেউ মাদ্রাসার নির্মাণাধীন একাডেমিক ভবনের ছাদে, কেউবা আবার গাছের ডালে বসে উপভোগ করেছেন।
প্রতিযোগিতায় খানসামা ফাইনাল খেলায় ভূল্লীহাটের ইদ্রিসের দল প্রথম ও গোলাপগঞ্জ হাটের টেম্পুর দল দ্বিতীয়স্থান অধিকারী হওয়ায় উভয় দলকেই একটি করে ছাগল উপহার স্বরুপ প্রদান করা হয়। এর আগে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিজপাড়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক রহমত আলী। বিশিষ্ট সমাজসেবক মো. আনিছুর রহমান আনিছের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নিজপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.জিয়াউর রহমান জিয়া। কাহারোল উপজেলার সাপুড়ে দিনেশের ৪ টি বিষধর কাল গোমা সাপ দিয়ে সাপ খেলাটি পরিচালিত হয়।