পাকিস্তানের ইতিহাসে কখনোই কোনো প্রধানমন্ত্রী তার সাংবিধানিক মেয়াদ পূর্ণ করতে পারেননি। গদি নিয়ে টানাটানি চলছে ইমরান খানেরও। পাকিস্তানের সাবেক ক্রিকেটারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছে বিরোধী দলগুলোর একদল প্রতিনিধি। এমনকি ইমরানের ওপর আস্থা হারিয়েছে শরীক দলগুলোও। কিংবদন্তি ক্রিকেটারের দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন তার বিশ্বকাপজয়ী সতীর্থ ওয়াসিম আকরাম।
নিজের টুইটার হ্যান্ডেল থেকে ওয়াসিম আকরাম লিখেছেন, ‘তার জন্মই হয়েছে নেতৃত্বের, লড়াই এবং জয়ের জন্য। নিজের জন্য নয়; তিনি যা প্রতিনিধিত্ব করছেন তার জন্য।’
ওয়াসিম লিখেছেন, ‘সে ক্ষমতা, যশ-খ্যাতির জন্য লড়ছেন না, এটাই তার নিয়তি। খেলা এখনো শেষ হয়ে যায়নি।’
১৯৯২ সালে ইমরান খানের নেতৃত্বে বিশ্বকাপ জেতে পাকিস্তান। সে দলের সদস্য ছিলেন ওয়াসিম আকরাম।
ওয়াসিম আকরাম যাই বলুন, আপাত দৃষ্টিতে ইমরান খানের খেলা শেষই।
আজ (৩রা এপ্রিল) দেশটির জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হতে পারে। এই ভোটে ইমরান ক্ষমতা হারাতে পারেন। কারণ জাতীয় পরিষদে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে বলে স্পষ্টত প্রতীয়মান হচ্ছে।
গত ৮ই মার্চ পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করে বিরোধী দলগুলো। গত ২৮শে মার্চ জাতীয় পরিষদে আলোচনার জন্য অনাস্থা প্রস্তাব উত্থাপন করা হয়।
ওয়াসিম আকরামের আগে ইমরান খানের পক্ষ নিয়ে এক আর্জি পেশ করেন শহীদ আফ্রিদি। পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আফ্রিদি টুইট করেছিলেন, ‘পাকিস্তানের স্বাধীনতার ৭৪ বছর চলছে। আল্লাহর দোহাই, অন্তত একটি নির্বাচিত সরকারকে তাদের সাংবিধানিক মেয়াদ পূর্ণ করতে দিন।’