শনিবার , ২৫ সেপ্টেম্বর ২০২১ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

নির্যাতন মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে রাণীশংকৈলে মানববন্ধন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
সেপ্টেম্বর ২৫, ২০২১ ১০:৫১ অপরাহ্ণ

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ভাংবাড়ি গ্রামের বাসিন্দা খলিলুর রহমানের ছেলে নাসিরুল ইসলামকে (২৬)গত (২০ সেপ্টেম্বর) সোমবার বিকালে করিমুল ইসলাম ও তার পরিবারের লোকজন নাসিরুলকে গাছের সঙ্গে বেঁধে নির্মমভাবে নির্যাতন করে, এতে নাসিরুল মারাত্মক অসুস্থ হয়ে পড়ে, এ খবর পেয়ে রানীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাসিরুলকে উদ্ধার করে রানীশংকৈল হাসপাতালে ভর্তি করেন।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দিনগত রাত ১২টার দিকে নির্যাতনের সে ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
পরে নাসিরুলের অবস্থার অবনতি হলে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এরপরও অবস্থার আরও অবনতি হলে তাকে দিনাজপুর মেডিকেল থেকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়।

এ ঘটনায় নাসিরুলের বাবা গত ২৪ সেপ্টেম্বর রানীশংকৈল থানায় ৫ জনের নামে একটি মামলা দায়ের করা হয়। এর প্রেক্ষিতে পুলিশ করিমুলের স্ত্রীকে গ্রেফতার করে। বাকী আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং বাদি ও তার লোকজনকে বিভিন্ন হুমকি দিচ্ছে বলে তারা জানান।

ঘটনার বিবরণে জানা যায়,খলিলুর রহমানের ছেলের সাথে একই এলাকার করিমুলের মেয়ের প্রেমের সর্ম্পক গড়ে উঠে। প্রেম থেকে তারা পরিবারের অগোচরে বিয়ে করে গত ৯ সেপ্টেম্বর ঠাকুরগাঁও নোটারী পাবলিকের মাধ্যমে বিয়ের হলফনামা গ্রহণ করে।

পরে তারা দুজুনে ঢাকায় চলে যান। বিষয়টি জানাজানি হলে ছেলে ও মেয়ের পরিবারের সম্মতিতে স্থানীয়ভাবে সমাধানের কথা বলে ছেলে মেয়েকে বাড়ীতে আসার ব্যবস্থা করা হয়।

এরপর শশুড়বাড়ি বউয়ের সঙ্গে দেখা করতে গেলে নাসিরুলকে রশি দিয়ে গাছে বেঁধে শাশুড়ি সহ শশুরবাড়ির লোকজন তাকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেন। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে অনেকে ভিডিও শেয়ার করে অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

এ প্রেক্ষিতে থানা পুলিশ নির্যাতনকারীর শাশুড়ি কে গ্রেফতার করে জেলহাজতে প্রেরন করেন। এ ঘটনায় আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাণীশংকৈল উপজেলা পরিষদের সামনে ওই গ্রামের ২ শতাধিক লোকের সমন্বয়ে মহাসড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ওই গ্রামের জনাব আলি, হবিবর রহমার, রুবেল হক, রানা ইসলামসহ অনেকেই বক্তব্য রাখেন।

মানববন্ধনে নাসিরুল নির্যাতন কারিদের গ্রেপ্তার করতে হবে, বিচার চাই এনিয়ে শ্লোগানে বাকি আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। মানববন্ধন শেষে রানীশংকৈল ইউএনওর নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে উদ্ধারকৃত অসুস্থ মদনটাক পাখিটি খুঁজে পেলো আপন ঠিকানা

৬ মাস পর এবার এলো হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ

হরিপুরে ঝুপরি ঘরে দিন কাটছে অসহায় সোনামতির, ভাগ্যে জোটেনি কোনো সরকারি ঘর

বীরগঞ্জে ছিন্নমূল ও পথচারীদের ইফতার সামগ্রী বিতরণ

বিরামপুরে চলতি মৌসুমের ধান -চাল সংগ্রহের শুভ উদ্বোধন

হাবিপ্রবিতে “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ” বিষয়ক কর্মশালা

বিরামপুরে বিদ্যালয়ে দুর্বৃত্তদের আগুন, পুড়ে ছাই অফিস কক্ষের নথিপত্র

পার্বতীপুরে তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ডাকে বিএনপির জনসংযোগ শুরু

মাদ্রাসাছাত্রীকে ‘দলবেঁধে’ ধর্ষণের অভিযোগ

মাদ্রাসাছাত্রীকে ‘দলবেঁধে’ ধর্ষণের অভিযোগ

হরিপুরে এতিম শিশুদের মাঝে শীতবস্ত বিতরণ করলেন– হরিপুর উপজেলা ছাত্রলীগ