মিজানুর রহমান,হরিপুর প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২২০ জন কৃষকের মাঝে প্রদর্শনীর বীজ, সার, উপকরণ ও অর্থ বিতরণ করা হয়েছে।
রবিবার বিকেলের দিকে উপজেলা পরিষদ চত্বরে এসব সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল, ইউএনও আব্দুল করিম, কৃষি কর্মকর্তা রুবেল হুসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গুলজার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।