বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ সারাদেশে ন্যায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জম্মদিন উপলক্ষে করোনাভাইরাস প্রতিরোধে দিন ব্যাপী গণটিকা প্রদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে ইউনিয়নের সাতখামার উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন মরিচা ইউপি চেয়ারম্যান ও মরিচা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল।মরিচা ইউনিয়নে প্রথম দফায় প্রায় ১হাজার ৪’শ জনগণকে এ টিকা দেওয়া হবে। এ সময় ইউপি সদস্য মো.মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।