কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের কাহারোলে সারের দাবিতে ডিলারদের গুদাম ঘর সীলগালা। উপজেলার সার ডিলারগণ পটাশ সার বিক্রির অনিয়ম করিলে কৃষকগণ সরকারি মূল্যে ও ঠিকমত সার না পেয়ে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ও কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসানের নিকট কৃষকগন স্বশরীলে পটাশ সার পাওয়ার দাবিতে অভিযোগ করিলে, উপজেলা নির্বাহী অফিসার কৃষকদের আশ্বাস দিয়ে বলেন, আগামীকাল সকাল ৮টায় পর থেকে আপনাদের মাঝে সরকারি মূল্যে পটাশ সার প্রদান করা হবে এবং তিনি তৎক্ষনিক সার ও বীজ মনিটরিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক ১০জন বিসিআইসি সার ডিলার ও বিএডিসি সার ডিলারের সারের গোডাউন সীলা গালা করা হয়। সীল গালা করেন, কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ।
শুক্রবার সকাল ৮টা হতে উপজেলা প্রশাসনের উপস্থিতিতে ও কৃষি বিভাগের যৌথ পরিচালনায় সার মনিটরিং কমিটির সীলগালা করা সারের গোডাউন গুলি অবমুক্ত করে পটাশ সার কৃষকদের মাঝে সরকারি মূল্যে বিক্রয় করা হবে বলে জানিয়েছেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ আবু জাফর মোঃ সাদেক।
এব্যাপারে কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসানের সঙ্গে কথা হলে কৃষকদের দাবীর পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। পরবর্তীতে পটাশ সারগুলি কৃষি বিভাগের মাধ্যমে কৃষকদের মাঝে বিক্রয় করা হবে।