মিজানুর রহমান,হরিপুর প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভূক্ত ৩ আসামীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সুপার ঠাকুরগাঁও এর নির্দেশনায় অফিসার ইনচার্জ তাজুল ইসলাম এর নেতৃত্বে এস আই রাকিবুল ইসলাম, এস আই সাজেদুল এস আই তৌফিক এএসআই সাদেকুল এএসআই সিরাজ, এএসআই তৌহিদ এএসআই মিজান, এএসআই ওহাব ও সঙ্গীয় ফোর্সসহ (৩০ সেপ্টেম্বর) রাত ৩টার সময় অভিযান পরিচালনা করিয়া পলাতক আসামী
উপজেলার আমগাও গ্রামের আবুল কাশেম ছেলে আনারুল ইসলাম,একই গ্রামের শেখ মোহাম্মদ ছেলে শাহজাহান,ও লখি মিয়ার ছেলে
আঃ জব্বার (বুদু মিয়া)কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হইয়াছে।