মিজানুর রহমান হরিপুর প্রতিনিধি: হিন্দু ধর্মীয় ট্রাস্ট ধর্ম বিষয়ক মন্ত্রানালয় কর্তৃক ঠাকুরগাঁওয়ের হরিপুরে মন্দির সংস্কার করার জন্য ও দুস্থ ব্যক্তিদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। আজ শনিবার(৯ অক্টোবর) উপজেলা নির্বাহী অফিসাররের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান হিন্দু কল্যান ট্রাস্ট ও দিনাজপুর ১ আসনের সাংসদ মনোরঞ্জন শীল গোপাল।
হরিপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলার পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, হরিপুর উপজেলার পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উমাকান্ত ভৌমিক,হরিপুর উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অনীল চন্দ্র বর্মণ, সাধারণ সম্পাদক রাজেন চন্দ্র রায় প্রমূখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মন্দির সংস্কার করার জন্য মন্দির কমিটির হাতে টাকার চেক ও উপজেলার অসহায় দুস্থ ব্যক্তিদের স্বাবলম্বী হওয়ার জন্য অনুদান চেক হস্তান্তর করেন অতিথিরা।
প্রধান অতিথি মনোরঞ্জন শীল গোপাল জানান,
বাংলাদেশ সরকার সকল ধর্মের প্রতি সম্মান করে। সারাদেশব্যাপী মন্দির সংস্কারের জন্য আর্থিক সহায়তা করা হচ্ছে। এরই অংশ হিসেবে হরিপুর উপজেলাতেও মন্দির সংস্কারের পাশাপাশি দুঃস্থ ব্যক্তিদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।