হরিপুর প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ফেনসিডিল গাজাসহ খলিল(৪৫) নামে একজন কে আটক করা হয়েছে।
হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলামের নির্দেশনায় এস আই রাকিবুল ইসলামের নেতৃত্বে এ এস আই মিজান, এ এস আই সাদেকুল, এ এস আই তৌহিদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার দিবাগত রাত ১২টার সময় উপজেলার ভেটনা বাঙালপাড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫ বোতল ফেনসিডিল ও ২৫০ গ্রাম গাজাসহ আব্দুর রহিমের ছেলে খলিলুর রহমান খলিলকে আটক করেছে।
হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন এবং তিনি বলেন আসামি কে আজ রবিবার সকালে কোর্টে সোপর্দ করা হয়েছে।