ঠাকুরগাঁও প্রতিনিধি: “অন্যায়ের প্রতিবাদে আমরা বোমারু, শিরদাঁড়া সোজা হউক ঠিক দেবদারু” এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ২৮তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে একটি বর্ণাঢ্য র্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাধারণ পাঠাগার চত্বরে এসে শেষ হয়।
সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি ও বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সাজ্জাদ জহির চন্দন।
ঠাকুরগাঁও জেলা সংসদের সভাপতি আবুবক্করের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা রবিউল আজম, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অনিক রায়, রংপুর জেলা সংসদের সভাপতি জিয়াউর রহমান জিয়া প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উদীচী শিল্প গোষ্ঠীর সভাপতি সেতারা বেগম, উপজেলা কমিউনিষ্ট পাটির সভাপতি আহসানুল হক বাবু, যুব ইউনিয়নের আহবায়ক এমদাদুল ইসলাম ভ‚ট্টোসহ অনেকে।
বক্তারা বলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন প্রতিষ্ঠালগ্ন থেকে ছাত্রদের অধিকার আদায়ে এবং দেশের স্বার্থে কাজ করে আসছে। দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে ছাত্র ইউনিয়ন পালন করেছে অগ্রণী ভূমিকা। শিক্ষার্থীদের অধিকার আদায় ও শোষণমুক্ত সমাজ বিনির্মানের লক্ষ্যে এই সংগঠনের জন্ম।”