এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালীন সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং করানোর অপরাধে দিনাজপুরে একটি কোচিং সেন্টারকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার সকালে দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর শহরের ঘাসিপাড়া এলাকায় পরিচালিত অভিযানে পাইয়োনিয়ার কোচিং সেন্টার চালুর সত্যতা পাওয়ায় কোচিং সেন্টারের ম্যানেজার মোকাররম হোসেনকে ৫০,০০০ টাকা জরিমানা এবং অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারদন্ড প্রদান করা হয় । একইসাথে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত ওই কোচিং সেন্টারের কার্যক্রম বন্ধ করতে উপস্থিত পুলিশকে নির্দেশ দেওয়া হয়।