সোমবার , ১ নভেম্বর ২০২১ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

রাণীশংকৈলে রাতোর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর গনজোয়ার

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
নভেম্বর ১, ২০২১ ১২:৫২ অপরাহ্ণ

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ইউনিয়ন পরিষদেরও নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন ভোট প্রার্থীরা।

উপজেলার ৭নং রাতোর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে শরৎ চন্দ্র রায় স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে আকতার হোসেন।

রাতোর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের প্রচার প্রচারণা জমজমাট হয়ে উঠেছে। নৌকার প্রার্থীদের চেয়ে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো।

সরেজমিন গিয়ে দেখা গেছে স্বতন্ত্র প্রার্থী আকতার হোসেনের নির্বাচনী প্রচারণা ঘিরে ব্যাপক গণজোয়োর সৃষ্টি হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী আকতার হোসেনের আনারস মার্কার পক্ষে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন এলাকাবাসী। অবহেলিত রাতোর ইউনিয়নকে একটি আধুনিক ও সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করার জন্য আকতার হোসেন চেয়ারম্যান প্রার্থী হয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভা-মতবিনিময় সভাসহ এলাকার প্রতিটি ওয়ার্ডের জনগনের সাথে উঠান বৈঠক ও মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি।

তিনি বলেন জনগনের অধিকার প্রতিষ্ঠায় আমি চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি।জনগনের সাথে কথা বলে জানা গেছে, রাতোর ইউনিয়নের মাটি ও মানুষের নেতা আকতার হোসেন তার ব্যক্তি ইমেজকে কাজে লাগিয়ে আসন্ন রাতোর ইউনিয়নের উন্নয়নকে তরান্বিত করতে ভোটাররা তাকে সমর্থন জানিয়ে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিরা ও এলাকার সাধারন নারী পুরুষ সহ সর্বস্তরের ভোটাররাও তার গণসংযোগে অংশ নেয়।এলাকার সাধারন মানুষরা জানান,আকতার হোসেন একজন ত্যাগী ও সৎ আদর্শবান নেতা।

চেয়ারম্যান প্রার্থী আকতার হোসেন অভিযোগ করে বলেন, নির্বাচনী প্রচার-প্রচারণা করতে গিয়ে প্রতিনিয়ত ওনার সমর্থক-কর্মীরা আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও কর্মী-সমর্থকদের দ্বারা বাধা ও হামলার শিকার হচ্ছেন।

তবে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারলে ও যদি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন হয়, তাহলে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হওয়ার আশা ব্যক্ত করেন এই প্রার্থী।

তিনি নির্বাচিত হলে রাতোর ইউনিয়নের রাস্তাঘাটের কষ্ট অনেকটা লাঘব হবে। এবার সাবইকে সাথে নিয়ে বিজয়ের হাসি হাসতে চায় ইনশাল্লাহ্।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শেখ রাসেল দিবস পীরগঞ্জে র‌্যালী,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

রাণীশংকৈলে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত।

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে ঐতিহাসিক ৭মার্চ দিবস পালিত

দিনাজপুরে আকষ্মিক মাটি দেবে গিয়ে গর্তের সৃষ্টি

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ডিবি পরিচয়ে ডা-কাতি

বোদা উপজেলায় শীতবস্ত্র স্কুলব্যাগ ও শিক্ষা সামগ্রী পেল

চীনের সাথে মিত্রতার মূল্য পাকিস্তান শিখেছে

দিনাজপুরে জাসাসের উদ্যোগে মানববন্ধন

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ব্রিগেডিয়ার (অব:) আব্দুল মালিক স্মরণে স্মরণ সভা

সুস্থ দেহের জন্য খেলাধুলা ও শারিরিক পরিশ্রমের কোন বিকল্প নেই —– ইউএনও রকিবুল হাসান