বোদা(পঞ্চগড়) প্রতিনিধি\ পঞ্চগড়ের বোদায় বুধবার বোদা পৌরসভার সম্মেলন কক্ষে – পল্লী সাহিত্য সংস্হার সভাপতি মো. আব্দুস সামাদ তারার সভাপতিত্বে,অসংক্রামক রোগ প্রতিরোধে শরীরচর্চা নিশ্চিত করনীয় বিষয়ে এক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়! সভায় পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা,কাউন্সিলর বৃন্দ, এনজিও কর্মী, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, শিক্ষক, স্বাস্থ্য কর্মী সহ স্হানীয় সুধিজন উপস্থিত ছিলেন।
সভায় বলা হয়,পর্যাপ্ত শরীরচর্চা এবং কায়িক পরিশ্রমের অভাবে অসংক্রামক রোগ ডায়াবেটিস, হদরোগ, স্ট্রোক,ক্যান্সার রোগে আক্রান্ত হচ্ছে আপামর জনসাধারন।
বাংলাদেশে প্রতি বছর ৫৭২৬০০ জন নাগরিক অসংক্রামক রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করে। যা দেশের মোট মৃত্যুর হাড়রর ৬৭ ভাগ এবং এই মৃত্যুর প্রায় ২২ ভাগ অকাল মৃত্যু! এসব থেকে উত্তোরণের জন্য এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সেন্টার ফর ল এন্ড পলিসি এফেয়ার্স ঢাকা ও পল্লী সাহিত্য সংস্হা এই এডভোকেসি সভার আয়োজন করেছে।এবং এ লক্ষে পৌরসভার বাজেট বৃদ্ধির জন্য আহবান করা হয় সভায়।