বুধবার , ৩ নভেম্বর ২০২১ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ঢেমঢেমিয়া কালিমেলা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
নভেম্বর ৩, ২০২১ ৭:১২ অপরাহ্ণ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ বীরগঞ্জে দু’পক্ষের ক্রন্দলের জেরে ও কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ঢেমঢেমিয়া কালিমেলা। প্রকাশ থাকে,১৪৬ বছরের ঐতিহ্যবাহী ঢেমঢেমিয়া কালিমেলা। উত্তরবঙ্গে সনাতন ধর্মের লাখ লাখ মানুষের বার্ষিক বিনোদনের একমাত্র ঐতিহ্যবাহী মৌসুমী বিনোদনসহ গণমানুষের মিলনমেলা হিসেবে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ঢেমঢেমিয়া কালির মেলা সর্বাধিক প্রশংসিত, প্রসিদ্ধ ও গুরুত্বপূর্ণ স্থান এতে সন্দেহের কোন অবকাশ নেই। উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের বৈরবাড়ী, চাপাপাড়া ও হিরামণি মৌজায় এ মেলার অবস্থান।বাংলা ১২৮০ সাল থেকে ঢেমঢেমিয়া কালিমেলা পল্লী বিনোদনের ঠিকানা। প্রতি বছর কার্তিক মাসের আমাবশ্যায় সনাতন ধর্মালম্বীদের শ্যামা পূজায় এ মেলার আয়োজন করা হয়। কালিমন্দিরটি তার নিজস্ব ১ একর জমিতে একটি উচ্চ অট্টালিকা। পাশেই মাত্র কয়েক গজ পশ্চিমে দরবেশ মিরাজুন মিয়ার মাজার শরীফ রয়েছে। বছর দু’য়েক আগে মেলার সময়ে এলাকার মানুষ বিশাল এই আয়োজনকে প্রাণভরে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল গোত্রের মানুষেরা এখানে এসে এ মেলা উপভোগ করত। পশ্চিমে ঠাকুরগাঁও, উত্তরে পঞ্চগড়, পূর্বে নীলফামারী ও দক্ষিণে দিনাজপুর। ভাল যোগাযোগ ব্যবস্থা ও কয়েকটি জেলার মধ্যস্থল হওয়ায় কালিমেলা উদ্বোধনের আগে থেকেই মানুষের মাঝে সাজ সাজ রব পড়ে যেত। কালি পাটে উঠবে এ মর্মে অনেক আগে থেকেই সোরগোল চলতে থাকত মহিষ ও ঘোড়া কেনা-বেচা হত প্রায় অর্ধশতাধিক ইভেন্টে। আর কালি পাটে উঠার পর সে আলোকে আশাবাদী দর্শকেরা মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় প্রহর গুনতে থাকে।মেলায় গ্রামের জনগণের মনের খোরাক অফুরন্ত বিনোদনের জন্য যাত্রাপালা, পুতুল নাচ, সার্কাসসহ বিভিন্ন ইভেন্ট ও ডিজিটাল সময়ের ভ্যারাইটি, ম্যাজিক ‘শো’ সম্বলিত, ঘরের সৌন্দয্য বৃদ্ধিকারী বিভিন্ন ডিজাইনের আসবাবপত্র, পোষাক ও বিভিন্ন রকমের প্রয়োজনীয় জিনিসপত্র ছাড়াও নানা উপকরণে ভরপুর থাকতো। বছরে একটি মাস প্রত্যন্ত পল্লীর মানুষের বিনোদনের এক অপূর্ব আয়োজন ও অতীত ইতিহাস হিসেবে দেশের উত্তরবঙ্গে ঢেমঢেমিয়া কালিমেলা স্বাক্ষী হয়ে দাড়িয়ে থাকলেও এবছরে সরিজমিনে গিয়ে দেখা যায় কয়েকটি ইভেন্টে গত কয়েকদিন থেকে আসা মহিষ, ঘোড়া কেনা-বেচা চলছে এবং শুক্রবারই কেনা-বেচার শেষ দিন। অন্যদিকে হাতে গোনা কয়েকটি খাবারের দোকান সহ খেলনার দোকান ও ১০টির মত কসমেটিক দোকান চলবে আরও কিছুদিন পর্যন্ত। তবে ৩ নভেম্বর বুধবার মেলায় গিয়ে দেখা যায় মহিষ ও ঘোড়ার হাটে ক্রয়-বিক্রয় চলছে। কালী মেলা নিয়ে গ্রুপিং চলছে মন্দিরের দুই সেবায়েত ধনেশ্বর ও জগদীশ গ্রুপের মাঝে দুই পক্ষই দিনাজপুর জেলা প্রশাসক বরাবরে আবেদন করলেও কোনো পক্ষই মেলা পরিচালনার নির্দেশনা ও অনুমতি পায়নি। অথচ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত মহিষ,ঘোড়া সহ নানা ধরনের ব্যবসায়ীরা কালী মেলায় অবস্থান করছেন চরম অনিশ্চয়তায় পড়েছে। তাই উপায় না পেয়ে অনেকেই তাদের বিক্রির জন্য আনা মহিষ, ঘোড়াসহ মালামাল নিয়ে ফেরত চলে যাওয়ার উপক্রম হয়েছে। বিশেষ সূত্রে জানা যায়, মেলাটির অনুমোদন না হলে জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে উপজেলা প্রশাসন থেকে কালী মেলার হাটে আগন্তুক ব্যবসায়ীদের ক্রয় বিক্রয়ের উপর খাস টোল আদায় করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে সামাজিক সম্প্রীতি সভা অনুষ্ঠিত

বীরগঞ্জের জয়িতা পদক প্রাপ্ত নারী কসাই জমিলা অবহেলিত নারীদেরকে প্রতিষ্ঠিত করতে চায়

বীরগঞ্জে বিশেষ অভিযানে গাঁজাসহ মহিলা আটক, পলাতক -২

বীরগঞ্জে সিআইজি কংগ্রেস কৃষক সমাবেশ অনুষ্ঠিত

রাণীশংকৈলে পুলিশের রাতভর অভিযানে ভারতীয় গরুসহ ৪জন আটক

কোটা সংস্কার দাবিতে হাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ

হাকিমপুরে অটোরিক্সা চালককে ছুরিকাঘাত করে হত্যা

বঙ্গমাতা বাঙালির অহংকার, নারী সমাজের প্রেরণার উৎস -হুইপ ইকবালুর রহিম এমপি

পীরগঞ্জে বিনামুল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন

প্রধানমন্ত্রীর আস্থা ও বিশ্বাসের প্রতিদান ও আমার উপর অর্পিত দায়িত্ব সম্মানের সাথে পালন করতে চাই -পঞ্চগড়ে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন