আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল উপজেলার ৫টি ইউনিয়নে বেসরকারিভাবে নৌকা প্রার্থী ৪টি ও বিদ্রোহী প্রার্থী ১টিতে জয়ী হয়েছে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাত ১১টায় ফলাফল ঘোষণা করে উপজেলা নির্বাচন অফিস।
নির্বাচন অফিস সূত্র জানায়, রাণীশংকৈল উপজেলার ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।
৫টি ইউনিয়নের ৪৫ ওয়ার্ডের ভোট কেন্দ্রে ব্যালটের মাধ্যমে এ ভোট অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচন অফিসের সূত্রে প্রাপ্ত ফলাফল অনুযায়ী রাণীশংকৈল উপজেলা ৫টি ইউনিয়নে: ১ নং-ধর্মগড় ইউনিয়নে নৌকার প্রার্থী আবুল কাশেম, ২ নং-নেকমরদ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোটরসাইকেল নিয়ে আলহাজ্ব আবুল হোসেন মাস্টার, ৩ নং-লেহেম্বা ইউনিয়নে নৌকার প্রার্থী আবুল কালাম, ৪ নং-কাশিপুর ইউনিয়নে নৌকার প্রার্থী আতিকুর রহমান বকুল এবং ৫ নং-রাতোর ইউনিয়নে নৌকার প্রার্থী বাবু শরৎচন্দ্র রায় জয়ী হয়েছেন।
রাণীশংকৈল উপজেলা নির্বাচন কর্মকর্তা নুর-ই আলম জানান, ৫টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটাররা উৎসব মুখর পরিবেশে ভোট প্রদান করেছে। কেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকাও প্রশংসা করার মতো ছিল।