বুধবার , ১৭ নভেম্বর ২০২১ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ধর্মপ্রাণ মানুষ প্রত্যেকটি মানুষের কল্যাণ কামনা করে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
নভেম্বর ১৭, ২০২১ ৭:৫৬ অপরাহ্ণ

বিকাশ ঘোষ , বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি॥- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, ধর্মীয় অনুশাসন মানুষকে সুন্দর করে। ধর্ম মানুষকে সমৃদ্ধি করে। প্রকৃত ধর্ম আরেকজনকে সম্মান করতে শেখায়। নৈতিকতা ও মূল্যবোধ ধর্মের মূল শিক্ষা। ধর্মীয় চর্চা বা অনুভূতি একজন মানুষকে সকল মনুষ্যত্বের গুণের অধিকারী করে। ধর্মপ্রাণ মানুষ প্রত্যেকটি মানুষের কল্যাণ কামনা করে। তাই সন্তানদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে।মঙ্গলবার (১৬ নভেম্বর ২০২১) সন্ধ্যায় বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নে দলুয়া হরেকৃষ্ণ আশ্রম মন্দিরে ১৬ প্রহর(২ দিন) ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠানে ভক্তবৃন্দের মাঝে উত্তরীয় ও পবিত্র গীতা বিতরণ করেন এবং শিক্ষার্থীদের মাঝে পবিত্র গিতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি গোপাল এসব কথা বলেন এবং বক্তব্য শেষে নিজস্ব তহবিল থেকে দলুয়া হরেকৃষ্ণ আশ্রম মন্দির ও দূর্গা মন্দির উন্নয়নে ২০ হাজার করে মোট ৪০ হাজার টাকা চেক বিতরণ করেন। এসময় বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহানাম যজ্ঞানুষ্ঠানের তত্বাবধায়ক রবীন্দ্র নাথ গোবিন বর্মন, দলুয়া হরে কৃষ্ণ আশ্রম মন্দিরের সভাপতি হরসুন্দর বর্মন, ভোগনগর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি রেজাউল ইসলাম,সাতোর ইউনিয়ন যুবলীগের সভাপতি সাধন ঘোষ সহ বিভিন্ন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দলুয়া হরেকৃষ্ণ আশ্রম মন্দিরের ভক্ত বৃন্দের আয়োজনে মহানাম যজ্ঞানুষ্ঠানটির পরিচালনা করেন অত্র এলাকার সুপরিচিত সাহিত্যিক ও শিক্ষক সতীশ চন্দ্র বর্মন প্রমূখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত