মঙ্গলবার , ১২ আগস্ট ২০২৫ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হ-ত্যার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
আগস্ট ১২, ২০২৫ ১০:২৩ পূর্বাহ্ণ

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন কর্মস‚চি পালন করেছে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (২৯৩৬) । সোমবার (১১ আগস্ট) সকাল ১১টায় দিনাজপুর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মস‚চি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (২৯৩৬) এর সভাপতি সাদাকাত আলী খান বলেন, আসাদুজ্জামান তুহিন হত্যাকাÐের সাথে জড়িতদের দৃষ্টান্তম‚লক শাস্তির দাবি জানান। তিনি আরও বলেন, একজন সাংবাদিককে নৃশংসভাবে হত্যা গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতার জন্য এক গুরুতর হুমকি। এ ধরনের ঘটনা বারবার ঘটলেও অপরাধীদের বিচার না হওয়ায় সাংবাদিকদের নিরাপত্তা চরম ঝুঁকির মুখে পড়েছে। সাগর-রুনি হত্যাকাÐের বিচার আমরা এখনো পায়নি। বাংলাদেশে এই পর্যন্ত ৮৭ জন হত্যাকাÐের শিকার হয়েছে।
সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন বলেন, সাংবাদিকদের উপর হামলা ও হত্যার ঘটনা বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি তিনি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনগত সুরক্ষা ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহŸান জানান।
আরোও বক্তব্য রাখেন, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর এর সহ-সভাপতি মো. ফারুক হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক একরামুল হক আবির, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)’র সাধারণ সম্পাদক সৈয়দ ইমরুল কায়েস রুপম।
সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর এর অর্থ সম্পাদক আব্দুস সালাম, শাহ আলম শাহী, মো. আবুল কাশেম, আনিসুল হক জুয়েল, এমদাদুল হক মিলন। এছাড়া উপস্থিত ছিলেন, মো.ইসমাইল হোসেন, মো. ন‚র ইসলাম নয়ন, মোহাম্মদ আলী, মো. ইউসুফ আলী, মো. ন‚র ইসলাম, মিজানুর রহমান মিজান, এস এ স্বপন, মাসুদুর রহমান। সঞ্চালনা করেন মো. এটিএম কামরুজ্জামান।
মানববন্ধনে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (২৯৩৬) এর নেতৃবৃন্দসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

ফুলবাড়ী

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি\সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাÐে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করাসহ সাংবাদিকদের উপর নির্যাতন ও হারানিমূলক মামলা বন্ধ করা এবং সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে দিনাজপুরের ফুলবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় সকল সাংবাদিকগণ। সোমবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আল আমিন বিন আমজাদের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু শহীদ।
এতে বক্তব্য রাখেন, সিটি প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক ফুলবাড়ী বার্তার সম্পাদক তাজমিলুর রহমান নয়ন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি হারুন উর রশিদ, অনলাইন প্রেসক্লাবের সভাপতি ইমাম রেজা, ফুলবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি আজিজুল হক সরকার, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, যুগ্ম সাধারণ সম্পাদক রজব আলী, ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফিজারুল ইসলাম ভুট্টু প্রমুখ।
সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, ‘বিগত সময়ের মতো বর্তমান অন্তর্বর্তী সরকারও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। দেশে সাংবাদিক হত্যা, নির্যাতন, মামলা-হামলা ও নিপীড়নসহ অনেক গুলো ঘটনা ঘটেছে। সর্বশেষ দিনের বেলা জনসম্মুখে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার মধ্য দিয়ে দুর্বৃত্তরা প্রমাণ করেছে, এ দেশে কেউই নিরাপদ নয়। ফ্যাসিস্ট হাসিনার গত ১৬ বছরের স্বৈরাচারী শাসনামলে হত্যার শিকার হয়েছেন অন্তত ৩০ সাংবাদিক, শতশত সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নির্যাতন চালানো হয়েছিল। জুলাই গণ-অভ্যুত্থানে ৬ সাংবাদিক পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন। অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত সাংবাদিক হত্যার বিচারে দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারেনি। এমনকি সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পর্যন্ত দিতে পারেনি। এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ এ পর্যন্ত ১১৯ বার পেছানো হয়েছে।
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার দায় সরকার এড়াতে পারে না। তুহিন হত্যাকাÐে জড়িতদের বিশেষ ট্রাইবুনালে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এবং সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে। বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করাসহ সাংবাদিক হত্যা, খুন, গুম, হামলা-মামলা, নির্যাতন, নিপীড়ন ও হয়রানি বন্ধে সরকারের প্রতি আহŸান জানিয়েছেন।
মানববন্ধনে ফুলবাড়ী প্রেসক্লাব, থানা প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, সিটি প্রেসক্লাব,অনলাইন প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের সাংবাদিকবৃন্দসহ ফুলবাড়ী উপজেলার বিভিন্ন মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবিতে কাল থেকে শুরু হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা-২০২২

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আর নেই

বীরগঞ্জে চার্চ অব দ্যা ন্যাজ্যারীণ ইন্টারন্যাশনাল মিশনে শুভ বড়দিন উদযাপন

পীরগঞ্জে ভূমিহীনদের উপর হামলা-মামলা প্রতিরোধে সভা

বীরগঞ্জে ২২জন মাদ্রাসার শিক্ষার্থীকে পাগড়ী প্রদান

ঠাকুরগাঁওয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আটক – ৬ জন

দিনাজপুরে মহিলা পরিষদের সাংগঠনিক পক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন চাকুরীতে প্রকৃত হরিজনদের বঞ্চিত করে নিয়োগের প্রতিবাদ –বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

দিনাজপুরে নেশা জাতীয় ট্যাবলেটসহ আটক-২

দিনাজপুরে সরকারী গাছ অনুমতি ছাড়াই কাটার অভিযোগ