পীরগঞ্জ প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সরকারি কলেজের ২০২১ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কলেজ চত্বরে অনুষ্ঠিত এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ কামরুল হাসান। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক বদরুল হুদা, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ইকরামুল হক, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মকবুলার রহমান ও প্রাণি বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম ও প্রাণি বিদ্যার প্রভাষক খন্দকার আশরাফুল বারী এবং ছাত্রদের মধ্যে নাহিদ হাসান, শাকিব হাসান, লাবণ্য মল্লিক ও দিপঙ্কর বাবু প্রমুখ। পরে পরীক্ষার্থীদের জন্য মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন কলেজ মসজিদের পেশ ইমাম আব্দুল্লাহ। উল্লেখ্য এবার পীরগঞ্জ সরকারি কলেজ থেকে মোট ৮৬১ জন পরীক্ষার্থী ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণের জন্য ফরম পূরণ করেছে।