শনিবার , ১৬ এপ্রিল ২০২২ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাবান্ধা স্থলবন্দরে প্রথম ব্লাকস্টোন আমদানি

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
এপ্রিল ১৬, ২০২২ ৪:০৫ অপরাহ্ণ

মোঃ আসরাফুল ইসলাম,তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা দিয়ে প্রথমবারের মতো ভারতের ঝাড়খন্ডের প্রসিদ্ধ কালো পাথর আমদানি হচ্ছে । চলতি সপ্তাহে ভারতের ফুলবাড়ি হয়ে পণ্যবাহী ট্রাক যোগে বাংলাবান্ধায় প্রবেশ করেছে এ আমদানিকৃত কালো পাথর।

ভারতের ঝাড়খন্ড থেকে আসা ওই পাথরগুলো আমদানি করেছে বাংলাবান্ধা সিঅ্যান্ডএফ এজেন্ট খন্দকার ট্রেডার্স। প্রাথমিকভাবে ১ হাজার মেট্রিক টন কালো পাথর (ভাঙ্গা) আমদানি করেছে এ প্রতিষ্ঠানটি। ভারত থেকে রপ্তানী করেছে সরকার এন্টার প্রাইজ নামের একটি প্রতিষ্ঠান।

২০১১ সালের ২২ জানুয়ারী ভারত-বাংলাদেশের দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে পাথর আমদানি দিয়ে ব্যবসায়িক কার্যক্রম শুরু হলেও এই প্রথম বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারতের ঝাড়খন্ড রাজ্যের পাকুর এলাকা থেকে প্রসিদ্ধ কালো পাথর (বøাক স্টোন) আমদানি শুরু হলো। এতে করে ব্যবসা-বাণিজ্যে যুক্ত হলো নতুনমাত্রা।

ভৌগলিক অবস্থানগত কারণে ব্যবসা-বাণিজ্যে আর পর্যটনের অপার সম্ভাবনার সর্বাধিক গুরুত্ব বহন করছে বাংলাবান্ধার চতুর্দেশীয় (বিবিআইএন) স্থলবন্দরটি। ভারতের ঝাড়খন্ডের দূরত্ব ৩শ কিলোমিটার। এ স্থলবন্দর দিয়ে সড়ক পথে ভারতের যেকোন প্রান্তে যাতায়াতে সুবিধা থাকায় ব্যবসা-বাণিজ্য ও পর্যটনে অপার সম্ভাবনা তৈরি করেছে।

গত বছর ব্যবসা-বাণিজ্যের লক্ষমাত্রা পেরিয়ে দ্বিগুন রাজস্ব আদায় হয়েছে এ স্থলবন্দরে । এরপর আরও বেড়ে চলেছে ব্যবসা-বাণিজ্যের প্রসার। এ স্থলবন্দর দিয়ে পাথর ছাড়াও বাংলাদেশে উৎপাদিত, পাট, ব্যাটারি, কোমল পানীয়, গার্মেন্টস সামগ্রী, ক্যাপ, হ্যাঙ্গার, সাবান, বিস্কুট, চানাচুর, জুস, কাচসহ বিভিন্ন দ্রব্য নেপালে রপ্তানি হচ্ছে এবং ভারত ও নেপাল হতে পাথর, মসুর ডালসহ বেশ কিছু পণ্য এ বন্দর দিয়ে আমদানি হচ্ছে।

খন্দকার ট্রেডাসের স্বত্তাধিকারি খন্দকার আরিফ হোসেন লিপ্টন জানান, ভারতের ঝাড়খন্ডের পাকুর এলাকা প্রসিদ্ধ পাথর বøাক স্টোন। পরীক্ষামূলকভাবে আমি ১ হাজার টন পাথর এলসি করেছি। যার ভ্যালু ১৩ হাজার ইউএস ডলার, বাংলাদেশী মুদ্রায় ৯ লাখ ৮৮ হাজার টাকা। প্রতি টন ৩/৪-৫/৮ সাইজের পাথর সরকারি ভ্যাট ট্যাক্সসহ ৪৪/৪৫’শ টাকা পড়ছে বাংলাবান্ধা স্থলবন্দর পর্যন্ত পৌছাতে। ঝাড়খন্ডের এ কালো পাথর প্রসিদ্ধ হওয়ার কারণে এর চাহিদা অনেক বেশি। তাই পরীক্ষামূলকভাবে এ পাথর আমদানি করার পর অনেকেই ব্লাক স্টোন (কালো পাথর) আনার জন্য যোগাযোগ করছে।

বাংলাবান্ধা স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, এ বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে প্রথম ব্লাক স্টোন আমদানি করেছে খন্দকার ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান। এ স্থলবন্দর পাথর নির্ভর হলেও এর আগে কখনো কালো পাথর আমদানি করা হয়নি। ব্যবসা-বাণিজ্যের দিক দিয়ে সম্ভাবনাময় ও ব্যবসা বান্ধব একটি বন্দর। ব্যবসা বাণিজ্য পরিচালনা করার জন্য কাস্টম কর্তৃপক্ষ সার্বক্ষণিক তৎপর রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
দিনাজপুর খাদ্যশস্য আড়ৎদার মালিক  গ্রুপের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে

দিনাজপুর খাদ্যশস্য আড়ৎদার মালিক গ্রুপের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

কাহারোলে তথ্য আপার উঠান বৈঠক

কাহারোলে তথ্য আপার উঠান বৈঠক

বোচাগঞ্জ উপজেলা চাউল কল মালিক বহুমুখী সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সভা

বিএনপির নেতাকর্মীরা যখন মানুষের অধিকার নিয়ে কথা বলেছে তখনি আওয়ামী ফ্যাসিস্ট সরকার তাদের গুম খুন ও কারাগারে প্রেরণ করে নির্যাতন করেছে—বিএনপি নেতা আ.ন.ম বজলুর রশীদ কালু

হরিপুরে সাজাপ্রাপ্ত মাদক সম্রাট মফিজুল আটক

চিরিরবন্দরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও সাংবাদিক ফোরামের সভাপতি তানু সম্পাদক হিমেল

বালিয়াডাঙ্গীর কান্তিভিটা সীমান্তে ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বিজিবি

বিদেশি শক্তি অথবা সন্ত্রাসী কায়দা ক্ষমতার উৎস হতে পারে না -মনোরঞ্জন শীল গোপাল এমপি