ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের ৫০ বছর পুর্তি উদযাপন কারা হয়। দিবসটি উদযাপন সোমবার সকালে জেলা পরিষদ ডাক বাংলো চত্বরে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান। প্রতিষ্ঠানটি জেলার অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। উন্নয়ন সংস্থাটি হতদরিদ্রদের গবাদিপশু পালন ও বিতরণ ক্ষুদ্র ব্যবসায় প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা, শিশুদের মেধা বিকাশ ও যত্নকার্যক্রম, কিশোর কিশোরীদের দক্ষতা বিষয়ক শিক্ষা কার্যক্রম উল্লেখ যোগ্য।
“বাংলাদেশের সকল শিশুর জন্য আশা, আনন্দ ও ন্যায্যতার স্বর্ণালী ৫০ বছর” এই শ্লোগানে পূর্তি উপলক্ষে জেলা পরিষদ অডিটরিয়াম বিডি হলে কেক কেটে পূর্তি উদযাপন করা হয়। পরে ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এপির আয়োজনে আলোচনা সভায় সংস্থার এপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দিন আল আজাদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী প্রমুখ।
ওয়ার্ল্ড ভিশনের বিভিন্ন কার্যক্রমের বিষয় তুলে ধরে সংস্থাটির জন্য শুভকামনা ও সাফল্য কামনা করেন অতিথিরা।