হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ২নং আমগাঁও ইউনিয়নের নীলগাঁও-খামার গ্রাম সংলগ্ন স্থানে ৬০ মিটার দৈর্ঘের ব্রীজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকাল ৪টায় দিকে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব দবিরুল ইসলাম ৪ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ের ৬০ মিটার দৈর্ঘের ব্রীজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হাসান মুকুল, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাকিবুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক কমান্ডার নগেন কুমার পাল ও হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প, মহিলা ভাইস চেয়ারম্যান মোতাহারা পারভীন, স্থানীয় ইউপি চেয়ারম্যান পাভেল তালুকদার, ৩নং বকুয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের রেজা ও জেলা যুবলীগের সহ-সম্পাদক শরিফউদ্দীন শরিফ সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব দবিরুল ইসলাম বলেন বর্তমান সরকার জনবান্ধব সরকার। জনগণের উন্নয়নে সব সময় কাজ করে। এরই অংশ হিসেবে এই প্রত্যান্ত অঞ্চলে এত টাকা ব্যয়ে জনগণের যাতায়াতের সুবিধার্থে ব্রীজ নির্মাণ করে দিলেন।