মঙ্গলবার , ৩০ নভেম্বর ২০২১ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

পীরগঞ্জে শ্বশুড়কে হারিয়ে জেলায় প্রথম নারী চেয়ারম্যান নির্বাচিত হলেন বউমা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
নভেম্বর ৩০, ২০২১ ৬:১৭ অপরাহ্ণ

পীরগঞ্জ প্রতিনিধি
তৃতীয় ধাপে রবিবার অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঠাকুরগাওয়ের পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়ন পরিষদে অংশ নিয়ে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন টেলিনা সরকার হিমু। আওয়ামীলীগের প্রার্থী হিসেবে নৌকা মাার্কা নিয়ে নির্বাচনে অংশ নেন। ভোট পেয়েছেন ৭ হাজার ৪৭৭। তার নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন তার আপন মামা শ্বশুড় সাবেক ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী। চশমা মার্কা নিয়ে ভোটে অংশ নিয়ে তিনি পেয়েছেন ৩ হাজার ১৭ ভোট।

হিমুর স্বামী নুরে আলম সিদ্দিকী দুলাল উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন এবং বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিয়ে অল্প ভোটের ব্যবধানে হেরে যান। ২০২০ সালের ২৩ জানুয়ারী দুলালের অকাল মৃত্যু হয়। ঐ ইউনিয়নে এবার চেয়ারম্যান পদে আওয়ামীলীগ প্রার্থী করেন মরহুম দুলালের স্ত্রী হিমু সরকারকে। অপর দিকে একই পদে প্রার্থী হন সাবেক ইউপি চেয়ারম্যান ও হিমুর মামা শ্বশুড় আইয়ুব আলী চৌধুরী। অধীকাংশ তরুন ভোটার হিমুর পক্ষে কাজ করেন। অপর দিকে অপেক্ষাকৃত বয়স্ক ভোটাররা পক্ষ নেন আইয়ুবের। লড়াই জমে উঠে শ্বশুড়-বউমা’র মধ্যে। অবশেষে শ্বশুড়কে হারিয়ে জয় পান বৌমা। হিমু সরকার জেলার মধ্যে প্রথম নারী চেয়ারম্যান নির্বাচিত হলেন।
হিমু সরকার বলেন, সুখে-দুঃখে এলাকারবাসীর পাশে থাকতে নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেছি। সবার সহযোগিতায় জনগনকে সাথে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করে যেতে চাই। উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আখতারুল ইসলাম বলেন,নারী হিসেবে হিমু এলাকায় অত্যন্ত জনপ্রিয়। তার স্বামীর অকাল মৃত্যুতে এবার দল থেকে তাকেই চেয়ারম্যান পদে প্রার্থী করা হয়। আমার বিশ্বাস হিমু আগামীতে আরো ভালো করবে।
জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সাবেক এমপি সেলিনা জাহান লিটা বলেন, আওয়ামীলীগ থেকে চেয়ারম্যান পদে জেলার মধ্যে একমাত্র নারী হিসেবে হিমু সরকারকে মনোনয়ন দেওয়া হয় এবং তিনি বিপুল ভোটে জয়লাভ করেছেন। বর্তমান সরকারের গৃহীত নারীর ক্ষমতায়ন নীতির উজ্জল দৃষ্টান্ত এটি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আমাদের ধর্মপরায়ণ হতে হবে, ধর্মান্ধ নই -এমপি মনোরঞ্জন শীল গোপাল

দিনাজপুর অঞ্চলে ত্রিশ সালের মধ্যে সাত লক্ষ স্কাউট তৈরীর লক্ষ্যে কর্মশালা

শুকিয়ে যাচ্ছে বিনা-১৭ ধানের শীষ,দূ:চিন্তায় কৃষকেরা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি একদল মানুষের অকৃত্রিম ভালোবাসা!

হাবিপ্রবিতে তিন অনুষদের দায়িত্বে তিন নতুন ডিন

ঠাকুরগাঁওয়ে নির্বাচন বাতিলের দাবিতে আদালত বর্জন করেছেন আইনজীবীরা

বোচাগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্ট এর উদ্বোধন

বোচাগঞ্জে সিডিএর বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

মানবতার কল্যাণে অসহায় বন্যার্তদের পাশে দাড়ালো এপি ওয়ার্ল্ড ভিশনের শিশু ও যুব ফোরামের সদস্যরা নগদ অর্থ সহায়তা প্রদান করে

বীরগঞ্জে আইন শৃঙ্খলা রক্ষার্থে নাগরিক সুরক্ষা সমন্বয় সভা অনুষ্ঠিত