মঙ্গলবার , ৩০ নভেম্বর ২০২১ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বীরগঞ্জে অসহায় এক বৃদ্ধ ভিক্ষুককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন আলোর পথে সংগঠন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
নভেম্বর ৩০, ২০২১ ৬:৩৭ অপরাহ্ণ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে আলোর পথে ফাউন্ডেশন একটি সামাজিক সংগঠন দীর্ঘদিন থেকে অসহায় সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে তাদের নানা ভাবে সহযোগিতা করে আসছে। ২৯ নভেম্বর সোমবার বিকেল আনুমানিক ৫ টায় আব্দুল গনি (৭০)নামে এক বৃদ্ধ নিজপাড়া ইউনিয়নের কল্যাণী বাজার এলাকায় ভিক্ষা বৃত্তি করা কালীন রাস্তা পারাপারের সময় দ্রতগামী একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় । এসময় রক্তাক্ত,জখম ও গুরুত্বর আহত অবস্থায় অসহায় বৃদ্ধ মানুষটি মাটিতে লুটিয়ে পরলে স্থানীয়রা তাকে কল্যাণী বাজারে ফার্মেসিতে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন। এ সংবাদ পেয়ে আলোর পথে ফাউন্ডেশন এর সভাপতি হানিফ হুসেইন, সাধারন সম্পাদক গোকুল চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক জবাইদুল হক, সদস্য ওমর ফারুক, আমিনুল ইসলাম সহ আহত ভিক্ষুককে উদ্ধার করে দ্রুত বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করে এবং সংগঠনের পক্ষ থেকে সব ধরণের সাহায্য সহযোগিতা করার পাশাপাশি নিয়মিতভাবে বৃদ্ধের খোঁজ খবর নিচ্ছেন তারা। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে হাত,পা সহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন অবস্থায় হাসপাতাল বেডে শুয়ে থাকা আব্দুল গনি সাংবাদিকদের জানান, নিজপাড়া ইউনিয়নের মৃত মোহাম্মদ বুদ্ধিয়ার ছেলে আব্দুল গনি একসময় ১৫/২০ বিঘা খাস জমিতে আবাদী করে স্ত্রী, ছেলে আব্দুস সালাম ও মেয়ে লাভলী কে নিয়ে সংসার জীবন অতিবাহিত করত। কালক্রমে স্থানীয় একটি কুচক্রী মহল গনির আওতায় থাকা জমিজমা বেদখল করে তাকে নিঃস্ব বানিয়ে দিলে বর্তমানে ইউনিয়ন পরিষদের একখন্ড সরকসরী জমিতে একটি কুঁড়েঘর নির্মাণ করে নিরাপত্তাহীনতায় কোনোরকমে বসবাস করে আসছে। স্ত্রীর মৃত্যু, নতুন হাট কলাপাড়ায় মেয়ে লাভলী আক্তারের বিয়ে হয় এবং ছেলে সালাম তার নিজ সংসার নিয়ে অন্যত্র বসবাস করায় ও বৃদ্ধের কোনো খোঁজ খবর না রাখায় আব্দুল গনি বাধ্য ও নিরুপায় হয়ে ভিক্ষা বৃত্তি পেশায় জড়িয়ে পড়েছেন। সরকারি কোনো দান অনুদান পায় কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন,প্রকৃত বয়স অনেক হলেও জাতীয় পরিচয় পত্রে বয়স কম উল্লেখ থাকায় বয়স্ক ভাতার সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। স্থানীয় জনপ্রতিনিধিরা তাকে রিলিফের চাল ডাল সহ বিভিন্ন প্রকারের সহযোগিতা করলেও অনেক সময়ই তাকে অনাহারে অর্ধাহারে থাকতে হয়। এ ব্যাপারে গনি সমাজের বিত্তশালী দানশীল মানুষ ও সংশ্লিষ্ট কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন। আলোর পথে ফাউন্ডেশনের সভাপতি হানিফ হুসেইন জানান, আলোর পথে ফাউন্ডেশনে নেতৃবৃন্দরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বাল্য বিবাহ প্রতিরোধ, কন্যাদায়গ্রস্থ পিতাকে আর্থিক সহায়তা প্রদান, ঝড়ে পড়া শিশুদের স্কুলগামী করা, অসহায় ছিন্নমূল মানুষের মাঝে অন্ন, বস্ত্র ও শীতবস্ত্র বিতরণ করা, মাদক বিরোধী বিশেষ কার্যক্রম পরিচালনার পাশাপাশি করোনা মহামারী পরিস্থিতি মোকাবেলায় ব্যানার,ফেস্টুন, মাক্স বিতরন সহ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচার, প্রচারণা চালিয়ে আসছেন। অসহায় আব্দুল গনির বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সারোয়ার মোর্শেদের সাথে মুঠোফোন কথা হলে তিনি জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে সমাজ সেবা অফিসের নির্ধারিত ফরম দেওয়া রয়েছে। উল্লেখিত ফরম সংগ্রহ ও পূরন করে সমাজ সেবা অফিসে জমা দিয়ে যোগাযোগ করা হলে বৃদ্ধ গনির চিকিৎসার ঔষধ পথ্যের যাবতীয় ব্যবস্থা করে দেওয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বালিয়াডাঙ্গীতে শিক্ষক দিবস-২০২২ পালিত

পীরগঞ্জে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কার্যক্রমে রংপুর বিভাগে শ্রেষ্ট ফুলবাড়ীর দৌলতপুর ইউনিয়ন

ঠাকুরগাঁওয়ে সুগারমিল লোকসানের বোঝা মাথায় নিয়ে আগামী ২৩ ডিসেম্বর আখ মাড়াইয়ের মধ্য দিয়ে চিনি উৎপাদন শুরু

বাংলাদেশ জাতীয় চারণ কবি সংঘের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত কুদ্দুস সভাপতি ও ক্ষিতিশ চন্দ্র সাধারণ সম্পাদক নির্বাচিত

বৃষ্টির আশায় দিনাজপুরের তিন গ্রামে ইন্দ্র দেবের নগর বিয়ে

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী’র স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের কাছ থেকে  রশিদ না দিয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী’র স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের কাছ থেকে রশিদ না দিয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

ঠাকুরগাঁওয়ে সবজিবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ১ জন !

হাবিপ্রবিসহ দিনাজপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত

মহিলা আ’লীগের উদ্যোগে ২১ আগস্টে শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া