বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দিনাজপুরের বীরগঞ্জে ইউনিয়ন পরিষদে সাধারণ সদস্য পদে রাজ কিশোর রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। (বর্তমান সদস্য) রাজ কিশোর রায় উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের জয়রামপুর গ্রামের মধু রাম রায়ের ছেলে। মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য পদে একমাত্র প্রতিদ্বন্দ্বি দেবারু রায়ের ঋণ খেলাফি থাকায় মনোয়নপত্র বাতিল হলে রাজা কিশোর রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছেন মোহাম্মদপুর ইউনিয়নের রিটানিং অফিসার ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসার হিমেল চন্দ্র রায়। ফলে রাজ কিশোর রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।