বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পৌরশহরের বিজয় চত্বরে মোমবাতি প্রজ্জলন কর্মসূচীতে মাধ্যমে শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন শেষে। ১৫ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃআব্দুল কাদের, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কামাল হোসেন, বীরগঞ্জ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কালিপদ রায় প্রমূখ।এসময় বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা কৃষি অফিসার আবুরেজা মোঃ আসাদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মো. ছানাউল্লাহ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জাকিরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রাজিউর রহমান, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বীরগঞ্জ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সাইফুল আলম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. হুমায়ুন কবির, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনোরঞ্জন অধিকারী উপস্থিত ছিলেন। মোমবাতি প্রজ্জলনের সময় মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ,জনপ্রতিনিধিগন সহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।