মিজানুর রহমান,হরিপুর প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা আওয়ামী লীগের যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও বিজয় দিবস পালিত হয়েছে।
রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদ ও দুই লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় আমাদের স্বাধীনতা। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়।
এই দিসবটি উপলক্ষে হরিপুর উপজেলা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল ও আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নগেন কুমার পাল। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগসহ দলের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
পরে দলীয় কার্যালয়ে এক মিলাদ মাহফিলের আয়োজনের মধ্যে দিয়ে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।