শুক্রবার , ৪ অক্টোবর ২০২৪ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে নার্সিং কর্মকর্তা ও শিক্ষার্থীদের উদ্যোগে কর্মবিরতিতে কম্পিল্ট শাটডাউনের হুঁশিয়ারি,বিপাকে রোগীরা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
অক্টোবর ৪, ২০২৪ ১০:৪২ পূর্বাহ্ণ

দাবী আদায় না হলে কঠোর কর্মসূচির হুশিয়ারি দিয়ে দিনাজপুরে দুইদিনের কর্মবিরতি কর্মসূচির প্রথম দিন ৩ঘন্টা কর্মসূচী পালন করেছে নার্সিং কর্মকর্তা ও নার্সিং শিক্ষার্থীরা। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দিনাজপুর নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের আয়োজনে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল, ২৫০ শয্যাবিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালসহ দিনাজপুর জেলার ১৩টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অন্যান্য সরকারি-বেসরকারি নার্সিং শিক্ষাপ্রতিষ্ঠানে এই কর্মসূচি পালন করা হয়।তবে তাদের এই কর্মবিরতিতে প্রয়োজনীয় সেবা না পেয়ে বিপাকে পড়েছেন রোগীরা ।
মঙ্গলবাল সকাল ৯টা হতে বেলা ১২টা পর্যন্ত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সামনে অবস্থান নিয়ে ৩ ঘন্টা কর্মবিরতি পালন করে হাসপাতালের নার্সিং কর্মকর্তা ও নার্সিং শিক্ষার্থীরা। বুধবার সকাল ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত ৫ঘন্টা এই কর্মবিরতি কর্মসূচি পালন করবে তারা।
নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ কেন্দ্রীয় কমিটি কর্তৃক এক দফা দাবি (নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল হতে সকল ক্যাডারদের প্রত্যাহারপূর্বক যোগ্য ও অভিজ্ঞ নার্স পদায়ন) আদায়ের লক্ষ্যে গত ৯ সেপ্টেম্বর ২০২৪ হতে পরিষদ কর্তৃক ঘোষিত সকল কর্মসূচি শান্তিপূর্ন ও সফলতার সাথে পালন করে আসছে। গত ২৪ সেপ্টেম্বর সংস্কার পরিষদ কর্তৃক জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তাদের এক দফা দাবি পুরনের লক্ষ্যে সরকারকে ৩ কর্মদিবসের সময় দেয়া হয়েছিল। সরকার উল্লেখিত সময়ের মধ্যে তাদের ন্যায্য দাবির পক্ষে কোন প্রকার ইতিবাচক সাড়া না দেওয়ায় কেন্দ্রীয় সংস্কার পরিষদ কর্তৃক দুইদিনের কর্মবিরতি কর্মসূচি পালনের সিদ্ধান্তনেয়া হয়। তারই আলোকে তারা কর্মবিরতি কর্মসূচি পালন করেছে।
এ সময় বক্তব্য রাখেন দিনাজপুর নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের আহবায়ক বেনজামিন দাস, সদস্য সচিব রাখী আকতার, নার্সিং ইন্সট্রাক্টর মুনিরা পারভীন, নার্সিং কর্মকর্তা সুমন বিশ্বাস প্রমূখ।
এ সময় তারা বলেন, বাংলাদেশে নার্সরাই সবচেয়ে বেশী অবহেলিত ও বৈষম্যের শিকার। বিভিন্নভাবে আমাদের দমিয়ে রাখা হচ্ছে। আমরা পিছে পড়ে থাকতে চাই না। আমরা আমাদের অধিকার চাই। আমরা ভিক্ষা চাই না, আমরা যোগ্যতা অনুযায়ি পদোন্নতি চাই। আমাদের দাবি মেনে নিয়ে সেবা ক্যাডারে নার্সিং কর্মকর্তাদের নিয়োগ দিতে হবে। অন্যথায় সারা দেশে নার্সিংসেবা বন্ধ করে কমপ্লিট শাটডাউন কর্মসূচী ঘোষণা করা হবে বলে হুশিযারি দেন তারা।
ফুলবাড়ী
ফুলবাড়ী প্রতিনিধি\ দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিকী কর্মবিরতী কর্মসূচি পালন করেছে নার্সিং কর্মকর্তা ও মিডওয়াইফারিরা। আজ মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহিঃবিভাগের সামনে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের উদ্যোগে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই প্রতিকী কর্মবিরতি কর্মসূচি পালন করা হয়।
এসময় নার্সিং কর্মকর্তারা নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে সকল ক্যাডার কর্মকর্তাদের অপসারণপূর্বক উক্ত পদগুলোতে নার্সিং কর্মকর্তা পদায়নের ১ দফা দাবি মেনে নেয়ার আহবান জানান তারা।
এসময় আন্দোলনকারিরা জানান, দ্রæত আমাদের দাবি মেনে নেয়া হোক। তাহলে আমরা রাস্তা ছেড়ে সেবার পেশায় ফিরে যাবো। কর্মসূচিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল নার্সিং কর্মকর্তা ও মিডওয়াইফারি গণ অংশগ্রহণ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের পাঁচজন কর্মকর্তা কর্মচারীকে শুদ্ধাচার পুরষ্কার প্রদান

৬ মাস পর এবার এলো হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ

তেঁতুলিয়ায় গভীর রাতে জমি দখলের মামলায় আ’লীগ নেতা নুরুল ইসলাম লালু গ্রেফতার

দিনাজপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পীরগঞ্জে সামাজিক নিরাপত্তা কর্মসূচী বাস্তাবায়নে সেমিনার

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয নিশ্চিত করার লক্ষ্যে কয়েক হাজার নেতা কর্মী নিয়ে যুব সমাবেশ

মেডিকেলে চান্স পাওয়ায় ঠাকুরগাঁওয়ের ৮ জন শিক্ষার্থীকে ২ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান

বীরগঞ্জে ভাইস চেয়ারম্যান প্রার্থী মামুনুর রহমানের ব্যাপক গণসংযোগ

বিভিন্ন সংগঠনের শীতবস্ত্র বিতরন এফবিসিসিআই এবং দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র যৌথ উদ্যোগে কম্বল বিতরণ

সদর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সূধীজনের আয়োজনে বিশাল সূধী সমাবেশ