শনিবার , ২৫ ডিসেম্বর ২০২১ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বীরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে পিকনিকের বাস দোকানে

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ডিসেম্বর ২৫, ২০২১ ৯:৪৭ অপরাহ্ণ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে হক পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৪-৬৩১৬) নামে একটি পিকনিকের বাস রাস্তার ধারে দোকানে উপর তুলে দেয়। এতে পিকনিকের ৯ যাত্রী আহত হয়েছেন আহতদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনায় মালামালসহ বসাক ট্রেডার্স এবং মা ইলেক্ট্রনিক নামে দুইটি দোকানের সন্মুখ ভাগ ক্ষতিগ্রস্থ হয়।আহতরা হলেন দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বাসুপাড়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে মোঃ মোজাম্মেল (৩৬), একই এলাকার নতুন পাড়া গ্রামের মোঃ মোজাহিদুল ইসলামের স্ত্রী রুমানা ইসলাম (৩৫), ছেলে স্বরন (১২), সুলপাড়া এলাকার মোঃ পারভেজের স্ত্রী রুনা আকতার (২০), ছেলে মোঃ মাহিম (০৪), জাহানাবাদ মধ্যপাড়ার মাথযুবুল হকের ছেলে মোঃ মসলিম (২২),মোঃ আবদুস সোহবানের স্ত্রী মোছাঃ রফিজা (৪০), মেয়ে মোছাঃ সানিজিদা আকতার (১৫)এবং সারিকা আকতার (০৭)শুক্রবার সকাল ১০টায় বীরগঞ্জ পৌর শহরের কাজী মার্কেট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।ক্ষতিগ্রস্থ মা ইলেক্ট্রনিক দোকান মালিক মোঃ আরমানুর রহমান সুমন বলেন, শুক্রবার আনুমানিক সকাল ১০টায় দোকান খোলার প্রস্তুতি নেওয়ার সময় বাসটি দোকানের উপর তুলে দেয়। এ সময় দৌড় দিয়ে নিজেকে রক্ষা করেন। ঘটনায় তার এবং পাশের সমীরণ বসাকের মালিকানাধীন বসাক ট্রেডার্সের কেচিগেটসহ বেশ কিছু মালামাল ক্ষতিগ্রস্থ হয়েছে।পিকনিকের যাত্রী মোঃ নাসির হোসেন জানান, সকালে জেলার পার্বতীপুর উপজেলা হতে পঞ্চগড় জেলার তেতুলিয়া চা বাগানে পিকনিকে যাচ্ছিলেন তারা। পথে একটি ট্রাককে অতিক্রম করার সময় ট্রাকটি বাসটিকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দোকানের উপর তুলে দেয়। ঘটনায় পিকনিকের বেশ কিছু যাত্রী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়ছে।বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রাজেশ রায় জানান, আহতরা বর্তমানে অবস্থা আশংকামুক্ত রয়েছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে প্রর্শিক্ষণপ্রাপ্ত ইমামদের মাঝে সনদ বিতরণ

বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত নির্বাচনী ব্রিফিং

গঙ্গা নদীতে ভেসে এলো ৪০/৪৫টা মৃতদেহ।

সেতাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষের দুর্নীতি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলন

বোদায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে মহিলা সমাবেশ

পীরগঞ্জে ভূমি তথ্য নিশ্চিতকরণে মতবিনিময় সভা

স্মার্ট বাংলাদেশ গড়তে প্রকৌশলীদের ভুমিকা অপরিহার্য -হুইপ ইকবালুর রহিম

শিক্ষার্থীরা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ কর্ণধার-এমপি গোপাল

বীরগঞ্জের আত্রাই নদীতে অবৈধ ড্রেজিংয়ে বালু উত্তোলন, প্রশাসন নীরব