দিনাজপুর গণপূর্ত সার্কেলের তত্ত¡াবধায়ক প্রকৌশলী দেওয়ান মাউদুদুর রহমান বলেছেন, সমাজ পরিবর্তনে এবং দেশ ও জাতির উন্নয়নে ইমাম সাহেবদের যথেষ্ট ভূমিকা রয়েছে। ইসলামের প্রচার ও প্রসারের জন্য বর্তমান সরকার সারা দেশে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণ করছেন। ইমাম সাহেবদের প্রশিক্ষণ দিয়ে দেশের মানব সম্পদের উন্নয়ন হচ্ছে। ইমাম সাহেবরা তাদের প্রশিক্ষণ লব্ধ জ্ঞান নিজ নিজ এলাকায় গিয়ে আর্থ সামাজিক উন্নয়নে অবদান রাখবেন।
সোমবার ইমাম প্রশিক্ষণ একাডেমি তাদের নিজস্ব মিলনায়তনে উত্তর গোবিন্দপুরে ইমাম প্রশিক্ষণ একাডেমির আয়োজনে ১১১৭তম দলের নিয়মিত ইমাম প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। ইমাম প্রশিক্ষণ একাডেমী দিনাজপুরের উপ-পরিচালক মোঃ আলমগীর হায়দার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান। ইমাম প্রতিনিধিদের মধ্যে বক্তব্যে রাখেন চীফ মনিটর মাওঃ মুহা: সিরাজুল ইসলাম আযাদী। মোনাজাত ও সঞ্চালনার দায়িত্ব পালন করেন ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা সাব্বির আহমাদ। পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা মোঃ মুজাহিত। হামদ-নাত পরিবেশন করেন মাওঃ মোঃ ওমর ফারুক। সভাপতির বক্তব্যে ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক মোঃ আলমগীর হায়দার বলেন, ইমামরা হচ্ছেন ধর্মীয় নেতা। অবক্ষয়যুক্ত সমাজকে পরিবর্তন করতে পারেন ইমাম সাহেবরা।
ইমাম সাহেবদের প্রশিক্ষন দিয়ে সমাজের ও আর্থ সামজিক উন্নয়নে তারা কাজ করে যাবেন। শেষে রংপুর বিভাগের ৮ জেলা হতে এবং জয়পুরহাট জেলা হতে ১০১জন প্রশিক্ষনপ্রাপ্ত ইমামের মাঝে সনদ ও প্রাথমিক চিকিৎসা বক্স বিতরণ করেন প্রধান অতিথি। সার্বিক সহযোগিতায় ছিলেন ইমাম প্রশিক্ষণ একাডেমির আজাদ কামাল রনি।