হুমায়ুন কবির, রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) প্রতিনিধি।।
ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে সোমবার ২৭ ডিসেম্বর সকাল ১১ টায়
আধুনিক প্রযুক্তিতে ধান,গম,পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও ব্যবহারের উপর কৃষক মাঠ দিবস
অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে এদিন রাতোর ব্লকে
স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
জেলা কৃষি সম্প্রসারণ প্রশিক্ষণ কর্মকর্তা
সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রকল্প
মনিটরিং অফিসার রেজাউল করিম,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাবের আলম।
এ ছাড়াও অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তা, কৃষক ও
সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আরো বক্তব্য দেন- রাণীশংকৈল প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও সভাপতি ফারুক হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মঞ্জুর আলম, কৃষক খলিলুর রহমান প্রমুখ। অতিথিরা তাদের বক্তব্যে বীজ সঠিকভাবে সংরক্ষণ ও ব্যবহারের জন্য উপস্থিত কৃষকদেরকে পরামর্শ দেন।তারা ফসল উৎপাদনে যে কোনো সমস্যায় তাদের সহযোগিতা নেয়ার জন্য কৃষকদের দৃষ্টি আকর্ষণ করেন। সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম।