বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ষষ্ঠ ধাপে আসন্ন ভোগনগর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ভোগনগর ইউপি তিনবারের সফল চেয়ারম্যান আলহাজ্ব বুদউজ্জামান পান্না আবারও নির্বাচনের অংশগ্রহণে নির্বাচনীয় প্রস্তুতিমূলক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩১ ডিসেম্বর শুক্রবার বিকেলে ভোগনগর ইউনিয়নের কবিরাজহাটে
নিজস্ব মিল চাটালে প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন সমাজসেবক সফিকুল ইসলাম, কালা পুকুর জামে মসজিদের ইমাম মো.মোস্তফা কামাল, ভোগনগর ইউপির বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব বদিউজ্জামান পান্না,প্রফুল্ল রায়,আলহাজ্ব মো.রফিকুল ইসলাম, মতি মিলার, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আবু বক্কর সিদ্দিক, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল খলিল,ব্যাংক কর্মকর্তা সাবুল ইসলাম প্রমুখ। দোয়া পরিচালনা করেন কবিরাজহাট মাদ্রাসার অধ্যক্ষ মো.রফিকুল ইসলাম। এসময় বক্তাগণ বলেন,তিনবারের সফল চেয়ারম্যান আলহাজ্ব বদিউজ্জামাল পান্না কে বিজয়ী করে সফলতা ধরে রাখতে এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সকলকে এগিয়ে আসতে হবে।