তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:
দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সাতটি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। সাত ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের জেলা প্রশাসক জহুরুল ইসলাম ও মেম্বারদের উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা শপথ বাক্য পাঠ করান।
দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে উপজেলার সাতটি ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যানরা হলেন, বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের কুদরত-ই-খুদা মিলন, তিরনইহাট ইউনিয়নের আলমগীর হোসাইন, তেঁতুলিয়া সদর ইউনিয়নে মাসুদ করিম সিদ্দিকী, শালবাহান ইউনিয়নে আশরাফুল ইসলাম, বুড়াবুড়ি ইউনিয়নে তারেক হোসেন, ভজনপর ইউনিয়নে মসলীম উদ্দিন ও দেবনগড় ইউনিয়নের সোলেমান আলী।
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ইউসুফ আলী, তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, সুলতানা রাজিয়া, মডেল থানার ওসি আবু ছায়েম মিয়া, আ’লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডলসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় জেলা প্রমাসক নবনির্বাচিত চেয়ারম্যানগণকে তৃণমূলের জনগণের সাথে সুসম্পর্ক বজায় রেখে সরকারের গৃহিত নানা উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করার আহবান জানান। পরে জেলা প্রশাসক নব নির্বাচিত সকল চেয়ারম্যানগণকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।