বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে মোটরসাইকেলসহ নানা ধরণের চুরির প্রবনতা বৃদ্ধি পেয়েছে। চোর চক্রের দৌড়ত্বে রেহাই নেই সাংবাদিকরাও। উপজেলার মরিচা ও নিজপাড়া ইউনিয়নের গোলাপগঞ্জ হাট থেকে বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও দৈনিক চাঁদনী বাজার পত্রিকার উপজেলা প্রতিনিধি মো.আব্দুল জলিল এর হিরো ডিলাক্স মোটরসাইকেল চুরি হওয়া কে কেন্দ্র করে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। আব্দুল জলিল উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়নের দেবীপুর গ্রামের মোঃ মারফত আলীর ছেলে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টা ৩৯ মিনিটে গোলাপগঞ্জ হাটে বাজার খরচ করা অবস্থায় আব্দুল জলিল এর সাংবাদিক লেখা হিরো ডিলাক্স মোটরসাইকেল চুরি দ্রুত চোর চক্রের সদস্যরা স্থান ত্যাগ করে পালিয়ে যায়। পরে হাটের বিভিন্ন সিসি ক্যামেরায় চোর চক্রের এক জনকে সনাক্ত করা হলেও চোর ও মোটরসাইকেল উদ্ধার হয়নি। ওই রাতে বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রতন ঘোষ পীযূষ,সহ-সভাপতি বিকাশ ঘোষ, সাধারণ সম্পাদক সিদ্দিক হোসেন, সাংগঠনিক সম্পাদক কার্তিক ব্যানার্জী সহ অন্যান্য সদস্যবৃন্দরা বীরগঞ্জ থানায় গিয়ে ওসি আব্দুল মতিন প্রধানের নিকট চুরির বিষয়টি অবগত করা হয়। এব্যাপারে ওসি আব্দুল মতিন প্রধান সাংবাদিক আব্দুর জলিল এর মোটরসাইকেল চুরি বিষয় শুনে তিনি সমবেদনা জানান এবং মোটরসাইকেল উদ্ধারে সবধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করে।