বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) প্রকল্পের আওতায় ৪০ দিনের কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলার পলাশবাড়ী ইউনিয়নে উপজেলা প্রশাসন (দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ) এর আয়োজনে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ কাজের প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সাংসদ মো. আমিনুল ইসলাম। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কামাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মো. ছানাউল্লাহ ও উপ-সহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান মিজান উপস্থিত ছিলেন। ২০২১-২২ অর্থ বছরে প্রথম পর্যায়ে ৪০ দিনের কর্মসূচিতে কাঁচা সড়কে মাটির কাজে উপজেলার ১নং শিবরামপুর ইউনিয়নে ৩৮২,২নং পলাশবাড়ী ইউনিয়নে ৩৭৪ ,৩নং শতগ্রাম ইউনিয়নে ৩৮৫,৪নং পাল্টাপুর ইউনিয়নে ৪৩৪,৫নং সুজালপুর ইউনিয়নে ৩১৯,৬নং নিজপাড়া ইউনিয়নে ৩৯৯,৭নং মোহাম্মদপুর ইউনিয়নে ৩০০,৮নং ভোগনগর ইউনিয়নে ৩৮০,৯নং সাতোর ইউনিয়নে ৩৭১, ১০নং মোহনপুর ইউনিয়নে ৩৮১ ও ১১নং মরিচা ইউনিয়নে ৩৭৪ সহ মোট ৪ হাজার ১ শত’ ৪ জন অতি দরিদ্র উপকারভোগী এই কাজে সুযোগ পেয়েছেন। তার প্রতিদিন ৪শত’ টাকা করে ৪০ দিনে মোট ১৬ লাখ ৪১হাজার ৬শত’ টাকা পাবে। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো.আব্দুল কাদের জানান, দেশে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে আর্থিক সহায়তাসহ সবধরনের সহয়তা দিতে বর্তমান সরকার কাজ করছে। এজন্য বীরগঞ্জ উপজেলায় অতি দরিদ্র এবং বেকার শ্রমিক পরিবারের জন্য এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ত্রাণ ও পূনর্বাসন মন্ত্রণালয়ের সহযোগিতায় এটি বাস্তবায়ন করা হচ্ছে। একই দিনে উপজেলা প্রশাসন (দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ) এর আয়োজনে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় ২০২১-২০২২ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় সিসি রাস্তার নির্মাণ কাজ এবং মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ন-২ প্রকল্পের অধীন ‘ভূমিহীন ও গৃহহীন অর্থাৎ ‘ক’ শ্রেনীর পরিবারের জন্য গৃহ নির্মাণ’ প্রকল্প বাস্তবায়নে একক গৃহের ভিত্তিপ্রস্তরের প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।