সোমবার , ১৭ জানুয়ারি ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে রাস্তা পারাপারের সময় অটোর চাপায় কৃষকের মৃত্যু

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জানুয়ারি ১৭, ২০২২ ৮:০৫ পূর্বাহ্ণ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলের সহোদরে সড়ক দুর্ঘটনায় মোস্তফা সেট (৫৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রবিবার(১৬ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত মোস্তফা সহোদর গ্রামের মৃত দবির সেটের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মোস্তফা সেট রানীশংকৈল-পীরগঞ্জ (সহোদর গ্রামসংলগ্ন) মহাসড়কের পাকা রাস্তা পার হবার সময় রাস্তায় দ্রুতগতিতে ছুটে চলা চার্জার অটোগাড়ির সাথে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যায়। এ সময় আশপাশে থাকা লোকজন তাড়াতাড়ি করে স্থানীয় রানীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রানীশংকৈল থানার পরিদর্শক (তদন্ত) লতিফ সেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিএনজিটিকে পাওয়া যায়নি। তার খোজ চলছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না পাওয়ায় মামলা হয়নি।

সর্বশেষ - ঠাকুরগাঁও