বৃহস্পতিবার , ২০ জানুয়ারি ২০২২ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

আটোয়ারীতে সুশীল সমাজের উদ্যােগে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসুচি পালন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জানুয়ারি ২০, ২০২২ ৫:৫৮ অপরাহ্ণ

আটায়ারী প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেওয়াল ঘেঁষে অবৈধভাবে নব-নির্মিত দোকান ঘর উচ্ছেদের দাবীতে সুশীল সমাজের ব্যানারে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রুহিয়া-পঞ্চগড় সড়কের হাসপাতাল এলাকায় এই বিক্ষোভ ও মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে পঞ্চগড় জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করা হয়। মানববন্ধন কর্মসুচিতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং আন্দোলনের আহবায়ক মোঃ ফজলুল করিম, আটোয়ারী মডেল পাইলট উচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুশ, গুঞ্জনমারী উচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াজেদ আলী, দলুয়া উচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক, বণিক সমিতির সভাপতি কমলেশ চদ্র ঘোষ, সাধারণ সম্পাদক জামিলুর রেজা মানিক, বিশিষ্ট ব্যবসায়ী ও ছাত্রলীগর সাবেক সভাপতি কামরুজ্জামান কামু, বিশিষ্ট ব্যবসায়ী তাছাফুর রহমান বাচু, বীর মুক্তিযোদ্ধার সন্তান আল মামুন বিপ্লব প্রমুখ। বক্তারা বলেন, একটি অর্থলোভী মহল বৃহত্তর স্বার্থের দিকে না তাকিয়ে নিজের পকেট ভারী করে একটি অদৃশ্য শক্তির ছত্রছায়ায় হাসপাতালের দেওয়াল ঘেঁষে দোকান ঘর নির্মাণ করছে। এহেন কার্যক্রম সরকারের ভাবমুর্তি ক্ষুন করেছে। অবৈধভাবে নির্মিত দোকান ঘরগুলি হাসপাতালের সম্মুখ থেকে উচ্ছেদ করা না হলে আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেন বক্তারা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত