বৃহস্পতিবার , ২০ জানুয়ারি ২০২২ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে কালের পরিবর্তে গরুর হাল বিলুপ্তির পথে –কৌশলের পদ্ধতিতে ঘোড়া দিয়ে জমিতে হালচাষ

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জানুয়ারি ২০, ২০২২ ৭:৩৪ অপরাহ্ণ

মোঃ মজিবর রহমান শেখ,, ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ধন্দোগাও গ্রামের শ্রী ভূষণ চন্দ্র কৌশলের পদ্ধতিতে জমিতে হালচাষ কাজে ঘোড়ার হাল ব্যবহার করছেন । মানুষ বাহন হিসেবে ঘোড়া ব্যবহার করে থাকেন আদিযুগ কাল থেকে । আবার পণ্য বা মালামাল টানতেও ব্যবহার করা হয় ঘোড়ার গাড়ি। যদিও কালের পরিক্রমায় এগুলো এখন বিলুপ্তির পথে। কিন্তু ঘোড়া দিয়ে জমিতে হালচাষের দৃশ্য বিরল! আধুনিকতার চরম উৎকর্ষের এই যুগে বাস্তবেই ঘোড়া দিয়ে হালচাষ করে জীবিকা নির্বাহ করছেন ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ধন্দোগাঁও গ্রামের কৃষক শ্রী ভূষণ চন্দ্র। তাঁর এই হালচাষের কাজে সহযোগিতা করছেন স্ত্রী শ্রীমতি ভানু রাণী। শ্রী ভূষণ চন্দ্র বলেন, ‘প্রায় এক বছর ধরে ঘোড়া দিয়ে জমি চাষ করে আসছি। আমি একজন প্রান্তিক কৃষক। বর্তমান বাজারে গরুর দাম অনেক বেশি। এক জোড়া হালের গরু কিনতে গেলে খরচ পড়ে ১ লাখ ২০ হাজার থেকে ১ লাখ ৩০ হাজার টাকা পর্যন্ত গরু ক্রয় করতে হয় । এই টাকা দিয়ে ৬ জোড়া ঘোড়া কেনা যায়। ২০ থেকে ২৫ হাজার টাকাতেই এক জোড়া ঘোড়া কেনা যায়।’ কৃষক আরও বলেন, ‘আগে হালের গরু ছিল, এখন নেই! বাজারে গরুর দাম বেশি হওয়ায় কেনার সামর্থ্যও নেই! তাই নিজের চাষাবাদের প্রয়োজনে বাজার থেকে গরুর বদলে ২২ হাজার টাকা দিয়ে দুটি ঘোড়া কিনেছি। শুধু নিজের জমিতে চাষাবাদ করছি না, অন্যের জমিতেও টাকার বিনিময়ে চাষ করে দিচ্ছি। এক বিঘা জমি চাষ দিতে নিচ্ছি ৫০০ টাকা। প্রতিদিন দুই থেকে আড়াই বিঘা জমিতে হালচাষ করা যায়।’ জমিতে ঘোড়া দিয়ে হাল চাষ করছেন কৃষক শ্রী ভূষণ চন্দ্র । ভূষণের স্ত্রী ভানু রাণী বলেন, প্রথম দিকে ঘোড়াগুলোকে হালের কসরত শেখাতে অনেক কষ্ট হয়েছে তাদের। ঘোড়ায় লাঙল-জোয়াল জুড়ে দিয়ে অনেকবার চেষ্টার পর আয়ত্তে আসে। এখন পুরোদমে ঘোড়া দিয়ে হালচাষ করছেন তাঁরা। ধন্দোগাঁও এলাকার কৃষক মোকসেদ আলী ও আব্দুল মান্নান বলেন, তাদের এলাকায় বড় কোনো গরু-মহিষ নাই। ভূষণের ঘোড়া দিয়েই তাদের জমিগুলোতে লাঙল দিতে হয়। এতে খরচও কম লাগে।
পার্শ্ববর্তী মাস্টারপাড়া এলাকার কৃষক জব্বার আলী বলেন, ‘ঘোড়া দিয়ে লাঙল দিলে জমি গভীরভাবে খনন হয়। পাওয়ারটিলার বা মাহেন্দ্র গাড়ি দিয়ে হালচাষ করলে জমি সমান হয় না। তাই ঘোড়ার হাল দিয়ে জমি সমান করছি। এতে পানি ধরে রাখা সহজ হয়।’
ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবু হোসেন সাংবাদিকদেরকে বলেন, কৃষকেরা এখন যান্ত্রিক উপায়ে জমি চাষ করেন। ঘোড়া দিয়ে হালচাষ করা অপ্রচলিত একটা বিষয়। সময়ের সঙ্গে ঘোড়ার যে ব্যবহার, তা উঠে গেছে। কৃষক ভূষণ চন্দ্র নিজের প্রয়োজনে বাড়তি আয়ের জন্য ঘোড়া দিয়ে জমি চাষ বা মই দেন। তবে কৃষি বিভাগ সব সময় আধুনিক মানের যন্ত্রাংশ ব্যবহার করে চাষাবাদ করার জন্য কৃষকদের পরামর্শ দেয় বলে জানান, ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারোলে কৃষক দলের ইউনিয়ন সমাবেশ অনুষ্ঠিত

কাহারোলে তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্রকাঠামোর লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন- মনজুরুল ইসলাম

বন্যার্তদের পাশে হাবিপ্রবির রসায়ন বিভাগ

ঠাকুরগাঁওয়ে জেলা পরিষদের পক্ষ থেকে স্বাস্থ্য বিভাগকে অক্সিজেন সিলিন্ডার সহ করোনা উপকরণ প্রদান

ঠাকুরগাঁওয়ে ট্রাকচাপায় প্রাণ গেল যুবকের

ঠাকুরগাঁওয়ে বুড়ির বাঁধে মাছ ধরার উৎসব!

নর্থ ভিউ স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডাঃ ইজদানী

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জবর দখলের প্রতিবাদে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন

পদ্মা সেতু নিয়ে খালেদা ড. ইউনুসরা ষড়যন্ত্র করেছিল – রাণীসংকৈলের সমাবেশে নৌ পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

আটোয়ারীতে বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ,ইফতার মাহফিল