শনিবার , ২২ জানুয়ারি ২০২২ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে দুওসুও ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জমি দখল নিয়ে ব্যস্ত!

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জানুয়ারি ২২, ২০২২ ৬:২৫ অপরাহ্ণ

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চৌকিদার পাহারায় জমি দখলের অভিযোগ উঠেছে চেয়ারম্যান সোহেল রানা বিরুদ্ধে। ইউপি নির্বাচনে বিরোধী সমর্থকদের দমন নিপীড়নের জন্যেই তিনি এসব কার্যক্রম করছে বলে অভিযোগ ভুক্তভোগী। ২১ জানুয়ারি শুক্রবার দুপুরে দুওসুও ইউনিয়নের সমিরউদ্দিন কলেজের অভিমুখের রাস্তার পাশের এক জমিতে দেখা যায়, দুওসুও ইউনিয়নের কর্মরত ৯ জন চৌকিদারকে পাহাড়ায় বসিয়ে একটি ভবন নির্মাণের কাজ করাছে চেয়ারম্যান সোহেল রানা । দুওসুও ইউনিয়নের চৌকিদারের দফাদার শরিফুল ইসলাম এর সাথে কথা বলে জানা যায়, ভবন নির্মাণের স্থানে পাহাড়া চেয়ারম্যানের আদেশের করা হচ্ছে । তিনি বলেন, গত চারদিন থেকে আমরা এই ভবন নির্মাণের কাজ দেখাশোনা করছি। ইউনিয়নের সব চৌকিদারকে এখানে থাকার আদেশ দিয়েছেন চেয়ারম্যান। কেউ বাধা দিতে আসলে আমাদেরকে প্রতিহত করার নির্দেশনা দেয়া আছে। দফাদারের দেখানো কাগজে দেখা যায়, খতিয়ান নাম্বার ২৮৪ দাগ নাম্বার ৮৭৮৮ জিমির পরিমান ১৩ সতকের মধ্যে ২ শতক জমিতে ঘর নির্মাণের কাজে অত্র ইউনিয়নের সকল গ্রাম পুলিশকে আইনশৃঙ্খলা ও নিরাপত্তার দায়িত্ব পালনের জন্যে বলা হলো।
যদিও সম্পূর্ণ ইউনিয়ন এলাকা ফাঁকা করে এ সকল ব্যক্তিগত কাজে ইউনিয়নের চৌদারদের ব্যবহার সম্পূর্ণ বেআইনি বলে মনে করেন, দুওসুও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম। ভবন নির্মাণাধীন জমির কিছু কাগজপত্র দেখিয়ে জমির মালিকানা দাবি করছেন মজিবর রহমান নামের এক সাবেক ইউপি সদস্য। জমি দখলের বিষয়ে তিনি বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগপত্র দিয়েছেন। তিনি বলেন, আমি এবার ইউপি নির্বাচনে সোহেলের বিরোধী প্রার্থী আনারস মার্কার মোকলেসুরের নির্বাচন করেছিলাম। তখন থেকেই সে (সোহেল) আমার ওপর ক্ষিপ্ত। নির্বাচনে জেতার পরেই আমাকে হুমকি দিয়েছিলো। এখন শপথ গ্রহণের পরপরেই আমার জমি দখলে ব্যস্ত হয়ে গেছে।
মজিবরের অভিযোগের বিষয়ে কথা হয়, অভিযুক্ত চেয়ারম্যান সোহেলের সাথে। তিনি বলেন, জমিটা আমি নিজের জন্যে দখল করছি না। আমার ভাগনি জামাই সৈয়দ আলী এই জমির মালিক। বিষয়টি নিয়ে মজিবরের সাথে বসতে একটি নোটিশ পাঠিয়েছিলাম। কিন্তু সে আমার নোটিশ গ্রহণ করেনি। বরং সে বলেছে আমাকে নাকি চেয়ারম্যান হিসেবে মানে না। তাই সৈয়দ আলীর হক বুঝিয়ে দিতে আমি তাকে জমি দখল করে দিচ্ছি। ইউনিয়ন পরিষদ ও পুরো এলাকা ফাঁকা করে চৌকিদারদের সেখানে ব্যবহার করার যুক্তি নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, আমি মনে করেছি সেখানে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে। তাই চৌকিদার পাহাড়া বসানো হয়েছে। বিষয়টি নিয়ে কথা হয় জমির আরেক দাবিদার সৈয়দ আলীর সাথে। তিনি বলেন, ক্রয়,সূত্রে, এই জমির মালিক আমি। কিন্তু মজিবর রহমান আমার জমিতেই আমাকে কাজ করতে দিচ্ছিলো না। চেয়ারম্যান আমার আত্মীয়। সেই সাথে আমি তার ইউনিয়নের একজন নাগরিক। তাই আমি তার কাছে সাহায্য চেয়েছি। এ বিষয়ে বালিয়াডাঙ্গি উপজেলার নির্বাহী কর্মকর্তা যোবায়ের হোসেন বলেন, এই বিষয়ে একটি অভিযোগ আমার কাছে এসেছে। এমন কাজে চৌকিদারদের ব্যবহার করা বে-আইনি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা করেছে উপজেলা প্রশাসন

মার্কিন কংগ্রেস ভবনে হামলা ॥ নিহত ৪

এসএসসির নির্বাচনী পরীক্ষা দিয়ে  ফেরা হলো না সাফিনের

এসএসসির নির্বাচনী পরীক্ষা দিয়ে ফেরা হলো না সাফিনের

দিনাজপুরে সাড়ে ১৬ কেজি গাঁজাসহ ২ জন গ্রেফতার

১২ ঘন্টায় বজ্রপাতে প্রাণ গেল ১৬ জনের

হরিপুর ইউএনও’র মোবাইল নম্বর ক্লোন করে প্রার্থীদের নিকট টাকা দাবি

কাহারোলে সাব-রেজিস্ট্রী অফিসটি জরাজীর্ণ জীবনের ঝুঁকি নিয়ে চলছে সরকারি কার্যক্রম

প্রেসক্লাবের আলোচনা সভায় বক্তারা জাতিকে মেধাশুন্য করতেই হানাদারেরা নির্মমভাবে হত্যা করেছিলো বাঙালী বুদ্ধজীবিদের

আটোয়ারীতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, সনদপত্র বিতরণ ও নগদ অর্থ প্রদান

পঞ্চগড়ে পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যু