র্যাব ১৩, সিপিসি-১, দিনাজপুর কর্তৃক অভিযানে ১৬ কেজি ৬০০ গ্রাম গাঁজা সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন হরিহরপুর সাকিনস্থ কাউয়া পাড়া এলাকায় অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল ০৬ নভেম্বর ২২ইং তারিখে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন ০৬নং আওলিয়াপুর ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের অর্ন্তগত হরিহরপুর সাকিনস্থ কাউয়া পাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১৬ কেজি ৬০০ গ্রাম গাঁজা সহ আসামী ১। মোঃ মকছেদুল (৪৩), সাং- কাশিমপুর ও ২। মোঃ আব্দুল ছাত্তার(৪৩), সাং- হরিহরপুর, থানা- কোতয়ালী, জেলা- দিনাজপুরদ্বয়কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় বেশ কিছু দিন ধরে দেশের সীমান্ত এলাকা হতে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে অবৈধ্য মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে স্থানীয় মাদক ব্যবসায়ীদের নিকট ক্রয়-বিক্রয় করে আসছে মর্মে স¦ীকার করে। ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় র্যাব বাদী হয়ে একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে আসামীদ্বয় কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।