সোমবার , ২৪ জানুয়ারি ২০২২ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

রাণীশংকৈলে মানছে না বিধি, ব্যবহার করছে না মাস্ক-বিধি নামলে সর্বনাশ!

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জানুয়ারি ২৪, ২০২২ ৬:৩৬ অপরাহ্ণ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ বিধিনিষেধের মধ্যে চলমান হাট বাজার গুলো মানুষের অবাধ চলাচল থেমে নেই। ভ্রাম্যমাণ আদালতে দু-একজনকে জরিমানা করা হলেও বিধিনিষেধ মানছেন না মানুষ।করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় গত শুক্রবার থেকে সারা দেশে সার্বিক কার্যাবলি ও চলাচলে বিধিনিষেধ জারি করে সরকার। কিন্তু এরপরও ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মানুষের মধ্যে উদাসীনতা দেখা গেছে। হাটবাজারগুলোতে মানুষকে সামাজিক দ‚রত্ব না মেনে চলাচল করতে দেখা গেছে। অনেকেই মাস্ক ব্যবহার করছেন না। আবার যাঁরা মাস্ক ব্যবহার করছেন, তাঁদের মধ্যে অনেকেই নিয়ম মেনে ব্যবহার করছেন না। উপজেলার ধর্মগড় এলাকা থেকে নেকমরদ রবিবার হাটে এসেছেন ফাতেমা , হালিমা, সুলতানা ও মনিকা । তাঁদের কারও মুখে মাস্ক নেই। তাঁরা বলেন, আমরা কাজ করতে সময় পাই না। মাস্ক পরলে দম বন্ধ হয়। হাটে আসছি এখুনি চলে যাব। এদিকে ঠাকুরগাঁও জেলা দিনদিন সংক্রমণ বেড়ে ঝুঁকিপ‚র্ণ জেলা হিসেবে চিহ্নিত হচ্ছে।এমন পরিস্থিতিতে রাণীশংকৈল উপজেলার অধিকাংশ মানুষের মাস্ক পরতে দেখা যায়নি। রাণীশংকৈলে ২৪ ঘণ্টায় নতুন করে ৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তবে কেউ মারা যাননি।
স্বাস্থ্য বিভাগের স‚ত্র মতে, ২০২০ সালের ১১ এপ্রিল ঠাকুরগাঁওয়ে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয়। ওই বছর জেলায় ৮ হাজার ১৫৬টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৪৮১ জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ১৮ দশমিক ১৫ , করোনায় আক্রান্ত হয়ে মারা যান ২৯ জন। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও থেমে নেই কোচিং সেন্টার ও মাদ্রাসার পড়ালেখা। প্রতিদিন সকাল থেকে শিক্ষার্থীরা ছুটছে কোচিং সেন্টার ও মাদ্রাসায়। এসব শিক্ষার্থীদের মুখে থাকছে না মাস্ক এবং মানছে না শারীরিক দ‚রত্ব।
মেয়র মোস্তাফিজুর রহমান বলেন-আমরা চেষ্টা করছি ওমিক্রন যেন না বেড়ে যায়-সেই জন্য প্রতিটি ওয়ার্ডে সচেতন মূলক প্রচারনা চলছে। পৌরবাসিকে এগিয়ে আসতে হবে। নিজে সচেতন হয়ে অন্যকে সচেতন করতে হবে। তাহলে এ ভাইরাস থেকে মুক্তি পাওয়া যাবে।
প্রশাসনের লোকজন দেখলে কেউ কেউ আড়ালে যাচ্ছেন আবার কেউ পকেটে থাকা মাস্ক পরছেন। রাণীশংকৈলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আব্দুস সামাদ চৌধুরী বলেন, ‘স্বাস্থ্যবিধি মানতে আমরা স্বাস্থ্য বিভাগ থেকে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছি। তাৎক্ষণিক করোনার ফলাফল জানতে অ্যান্টিজেন টেস্ট করা হচ্ছে। এত সুবিধা থাকার পরেও মানুষ সচেতন হচ্ছে না। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ জানান, ‘স্বাস্থ্যবিধি মানতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাধারণ জনগণের দায়বদ্ধতাও রয়েছে,বর্তমানে আমাদের গণসচেতনতা মূলক প্রচারনা চলমান রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিকের পরিবারকে কুপিয়ে জখমের প্রতিবাদে হরিপুর রাজপথে গণমাধ্যম কর্মীরা

পঞ্চগড় সদর ওসি এল এস ডি সড়ক দুর্ঘটনায় মৃত্যু

চিরিরবন্দরে জাতীয় ভোক্তা অধিকারের ৪ ব্যবসায়ীকে জরিমানা

বীরগঞ্জে ডলফিন এগ্রো কেয়ারের নি¤œমানের জিংক মনো সারে বাজার সয়লাব! প্রতারিত হচ্ছে কৃষক

শিক্ষার্থীরা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ কর্ণধার -মনোরঞ্জনশীল গোপাল এমপি

পীরগঞ্জে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতার সমাপনী ও পুরস্কার বিতরণ

পীরগঞ্জে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতার সমাপনী ও পুরস্কার বিতরণ

চিরিরবন্দরে অগ্নিকান্ডের ঘটনায় নিঃস্ব দুটি পরিবার

পীরগঞ্জে ভুমি কর্মকর্তাদের সাথে আদিবাসীদের ভুমি বিষয়ক মতবিনিময়

করোনায় একদিনে আরও ২১৫ জনের মৃত্যু

আটোয়ারীতে অগ্নিকান্ডে ১৭ পরিবার খোলা আকাশের নীচে