বোচাগঞ্জ প্রতিনিধিঃ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জননেতা জনাব খালিদ মাহমুদ চৌধুরী এমপি মহোদয়ের উদ্দোগে বোচাগঞ্জ উপজেলার সকল মসজিদের ইমাম ও মোয়াজ্জেমগনের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়েছে-
অাজ ২৭ জানুশারি সকাল ১১ টায় অাব্দুর রৌফ চৌধুরী অডিটোরিয়ামে উপজেলার সকল জামে মসজিদের ইমাম ও মোয়াজ্জেমগনের মাঝে শীতবস্ত্র তুলে দেন উপজেলা অাওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ অাফছার অালী এসময় উপস্থিত ছিলেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র জনাব মোঃআসলাম,,উপজেলা আওয়ামী লীগের ,সহ সভাপতি জনাব মোঃজাফরুল্লাহ,, যুগ্ন সম্পাদক আবু তাহের মোঃমামুন,, শামিম অাযাদ, সাংগঠনিক সম্পাদক জনাব সুকোমল রায়,,দপ্তর সম্পাদক জনাব এম বিল্লাহ জুয়েল সহ দলীয় সকল স্তরের অন্যান্য নেতৃবৃন্দ।