মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রুহিয়ায় উন্নত জাতের ব্রি- ধান ৫১ এর উপর কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ৩০ জানুয়ারি রবিবার বিকালে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রুহিয়া ঘনিবিষ্ণুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উন্নত জাতের ব্রি- ধান ৫১ এর উপর কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত হয় । ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ ২ প্রজেক্ট এনএটিপি প্রকল্প ভূক্ত এ মাঠ দিবসের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ মনোয়ার হোসেন কৃষি সম্প্রসারণ অফিসার ঠাকুরগাঁও, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবাস চন্দ্র রায় উপ-সহকারী কৃষি কমর্কতা, এই এলাকার নারী পুরুষ সহ শতাধিক কৃষক অংশগ্রহণ করেন। এ সময় সংক্ষিপ্ত অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপ- সহকারি কৃষি অফিসার তপন কুমার বর্মন বলেন, উচ্চফলশীল ব্রি- ৫১ জাতের এই ধান আমন মৌসুমে আবাদ করা যায়, এটি অন্য ধানের তুলনায় কম খরচে ফলন বেশি। রোগ এবং পোকার আক্রমণ কম। ঝড় বাতাসে সহজেই হেলে পড়ে না। প্রতিষ্ঠানটির সূত্র জানিয়েছে, এই জাতের ব্রি – ৫১ ধান এত এলাকায় ১০ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল ব্রি- ৫১ জাতের ধান আবাদ হয়েছে। ফলন অনেক ভালো হওয়ায় কৃষকের মাঝে ব্যাপক সাড়া পড়েছে।