হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা ২২ বোতল ফেন্সিডিলসহ মাসুম (৪৫) ও আবু রায়হান নামে দুই ব্যাক্তি কে গ্রেফতার করেছে থানা পুলিশ ৷
শনিবার (৫ ফেব্রুয়ারি) রাত্রী অনুমানিক ৯ টার সময় গোপন সংবাদের ভিত্তিত্বে হরিপুর থানার এসআই আবু ঈশার নেতৃত্বে গেদুড়া ইউনিয়নের বনগাঁও বাজার থেকে দুইজনকে ২২ বোতল ফেন্সিডিলসহ হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হলেও একজন পালিয়ে যায়।
আসামীরা হলো ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার খামার সেনুয়া গ্রামের সুলতান আলী তালুকদারের ছেলে মাসুম (৪৫),
ঠাকুরগাঁও সদরের কহরপাড়া গ্রামের শহীদুল ইসলামের ছেলে আবু রায়হান (২২) ও
হরিপুর উপজেলার গেরুয়াডাঙ্গী গ্রামের ইসমাইলের ছেলে জলিল (৩৫), ৷
হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে এবং আসামীদের কোর্টে সোপর্দ করা হয়েছে।