ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও সদর উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। বুধবার সদর উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বক্তব্য দেন, আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম, রুহিয়া থানার অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায়, রাজাগাঁও ইউপি চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার, মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান সোহাগ হোসেন, রুহিয়া ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু, সালন্দর ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম মুকুল, নারগুন ইউপি চেয়ারম্যান পয়গাম আলী প্রমুখ।