ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে স্বামী স্ত্রীর ঝগড়ার জেরে রোকেয়া বেগম (৪৫) নামে এক গৃহবধুর মৃত্যু হয়। রোববার আধুনিক সদর হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
জানা যায়, গত শনিবার সদর উজেলার আউলিয়াপুর মাদারগঞ্জ গ্রামের সলিম উদ্দিন ও স্ত্রী রোকেয়া বেগমের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সহ্য করতে না পেলে রোকেয়া বেগম বিষপান করে। তাৎক্ষনিকভাবে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল রোববার সকালে তিনি মারা যান। এ ঘটনায় সদর থানায় একটি ইউডি মামলা হয়।