তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
তেঁতুলিয়া উপজেলায় বাল্য বিবাহের দায়ে বর-কনের পরিবারকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫৫ হাজার জরিমানা করা হয়েছে। গত শুক্রবার দুপুরে উপজেলার তিরনইহাট ইউনিয়নের দৌলতপাড়া এলাকার আলিম উদ্দিনের কন্যা ১০ম শ্রেণির নুসরাত জাহান সুমাইয়া (১৬) সাথে সদর ইউনিয়ন তেঁতুলিয়ার আজিজনগর গ্রামের আব্দুল খালেকের পুত্র হেলাল উদ্দিনের সাথে বিয়ের আয়োজনের খবর পেয়ে এই বিয়ে প্রতিরোধ করেন ইউএনও।
পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বর-কনের পরিবারকে ৫৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সকিউটিভ ম্যাজিট্রেট সোহাগ চন্দ্র সাহা । এদের মধ্যে বরকে ৩০ হাজার, মেয়ের বাবাকে ২০ হাজার ও মেয়ের চাচাকে ৫ হাজার টাকা।
উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা বলেন, শুক্রবার দুপুরে তিরনইহাট দৌলতপাড়া গ্রামে দশম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিবাহের আয়োজনের খবর জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে বিয়ে প্রতিরোধ করি। বাল্যবিবাহ দন্ডনীয় অপরাধ। বাল্যবিবাহের দায়ে বর-কনের উভয় পরিবারকে পঞ্চান্ন হাজার জরিমানা করা হয়েছে। বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসন তৎপর রয়েছে, খবর পেলেই প্রতিরোধ করা হচ্ছে।