বুধবার , ১৬ ফেব্রুয়ারি ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে গমের কাঁচা গাছ বিক্রি করে জীবিকা নির্বাহ কৃষকরা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ফেব্রুয়ারি ১৬, ২০২২ ৬:৩১ অপরাহ্ণ

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার কয়েকটি বাজারে গমের কাঁচা গাছ কেটে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন গরিব অসহায় কৃষকেরা। গমের প্রতিটি আঁটি বিক্রি হচ্ছে ১০ টাকায়। এতে গমের লক্ষ্যমাত্রা অর্জন না হওয়ার আশঙ্কা করছেন কৃষি কর্মকর্তারা। গমের কাঁচা গাছ গরু-ছাগলের খাদ্য হিসেবে কিনছে অনেকেই। বিক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, বাজারে ১০০ থেকে ১৫০ আঁটি বাজারে নিমিষেই বিক্রি হয়ে যায়। চাষিদের পাশাপাশি পাইকারি ক্রেতা-বিক্রেতাও দেখা গেছে কাঁচা গমের গাছ বিক্রি করতে। বুধবার ( ১৬ ফেব্রুয়ারি) বালিয়াডাঙ্গী বাজারের মেইন রোডের মাছ বাজার এলাকার একটি নছিমনে ১০০ আঁটি কাঁচা গমের গাছ বিক্রি করতে নিয়ে আসেন কুশলডাঙ্গী গ্রামের নওশাদ আলী।
তিনি বলেন, নেকমরদ এলাকার এক গম চাষির দুই বিঘা কাঁচা গমের খেত তিনি কিনেছেন ২৬ হাজার টাকা দিয়ে। ১ টাকা দরে প্রতি আঁটি মজুরি দিয়ে প্রতিদিন শ্রমিকদের কাছে প্রতিদিন ১ হাজার আঁটি কেটে বাজারে বিক্রি করেন তিনি। দুই বিঘা জমিতে ৪ হাজার ২০০ আঁটি হবে। যার বাজার মূল্য ৪২ হাজার টাকা। শ্রমিকদের মজুরি দিয়েও তাঁর লাভ হবে ৪ হাজার টাকা। ছয়টি কাঁচা গমের আঁটি কিনেছেন ফুলতলা গ্রামের সাত্তার। তিনি জানান, আগে চারণ ভূমিতে ছাগলের ঘাস খাওয়ানোর সুযোগ ছিল। কিন্তু এখন সেটা নেই। প্রতিটি জমিতে ফসল আবাদ হচ্ছে। ছাগল পালনে খুব অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। কাঁচা গমের গাছ কিছুটা উপকারে আসছে তাদের। স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক বিঘা জমিতে গম উৎপাদনে চাষাবাদ, সার, কীটনাশক, সেচ খরচ ও গম বীজ দিয়ে সর্বোচ্চ খরচ হবে ৭ হাজার টাকা। গম পাকার পর কেটে সেই জমির গম বাজারে বিক্রির ঝামেলা ও দাম নিয়ে শঙ্কা থাকায় কাঁচা গম বিক্রি করে দিচ্ছেন। অন্যদিকে এমনিতেই বিঘা প্রতি ৫ থেকে ৭ হাজার টাকা লাভ হচ্ছে। তবে এভাবে কাচা গম কেটে বিক্রির ফলে গম উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে প্রভাব ফেলবে বলে ধারণা করছে স্থানীয় কৃষি বিভাগ। এমনিতেই উপজেলাটিতে চলতি মৌসুমে গমের আবাদ কম হয়েছে। গেল বছর বালিয়াডাঙ্গী উপজেলায় গম চাষ হয়েছিল ১১ হাজার ৭০০ হেক্টর জমিতে। চলতি মৌসুমে গমের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১১ হাজার ৫০০ হেক্টর জমিতে। বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি কর্মকর্তা সুবোধ চন্দ্র রায় বলেন, ‘কাঁচা গম কেটে বিক্রির বিষয়টি নজরে আসেনি। তবে এটি কৃষকেরা কেনো করছে আমার জানা নেই। কাঁচা গমের গাছ বিক্রি করলে লক্ষ্যমাত্রা অর্জনে ব্যাঘাত হবে। কৃষকেরা কাঁচা গমের গাছ কেটে বিক্রি যেন না করে এই জন্য তাদের উৎসাহ দেওয়া হবে।’ মাঠ পর্যায়ে সকলের সঙ্গে এ বিষয় কথা বলবেন বলে জানান তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁও সুগার মিলস্ শ্রমিক কর্মচারী ইউনিয়নের ৪৫ দিনের মধ্যে নির্বাচন করার নির্দেশনা অন্যথায় আইনানুগ ব্যবস্থা

বীরগঞ্জ’এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

বীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক আলোচনা সভা

বোদায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত

বালিয়াডাঙ্গীর ৮৮০ শ্রমিক সরকারী সহযোগিতায় বোরো ধান কাটতে গেলেন হাওর অঞ্চলে

পীরগঞ্জে বিশ্ব মা দিবসে আলোচনা সভা

খানসামায় ধানের পোকা দমনে কৃষকের মাঝে জনপ্রিয় পার্চিং পদ্ধতি

৩৩ বছরের দূর্ভোগ রাউতনগর-রসুনপুর ভাঙা সেতু অবশেষে অবসানের পথে

কাহারোলে দরিদ্র পরিবারের নারীর ক্ষমতায়ন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে উপকার ভোগীদের মাঝে বকনা গরু বিতরণ

ঠাকুরগাঁওয়ে লিচু গাছে আমের রহস্য অজানাই থেকে গেল -তদন্ত কমিটি