বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রিয় সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুকে সংবধণা প্রদান করেছে বীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ।ঠাকুগাঁও জেলা হতে দিনাজপুরের খানসামা উপজেলায় দলীয় কর্মসুচীতে যাওয়ার পথে শুক্রবার বিকেল ৩টায় বীরগঞ্জে উপজেলা আওয়ামীলীগ উদ্যোগে দলীয় কার্যালয়ে উক্ত সংবর্ধণা প্রদান করা হয়।উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ করিমুল হক চৌধুরীর সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ নুর ইসলাম নুরের সঞ্চালনায় সংবর্ধণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, দপ্তর সম্পাদ সেলিম আহম্মেদ, সদস্য এ্যাড. সাইফুল ইসলাম, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আবু হুসাইন বিপু, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ ইয়াছিন আলী, উপজেলা যুবলীগের সভাপতি নুরিয়াস সাঈদ সরকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাজেদুর রহমান অন্তু প্রমুখ।এ সময় কেন্দ্রিয় সভাপতি নির্মল রঞ্জন গুহ উপস্থিত নেতাকর্মীদের উদ্যেশ্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। উন্নয়নের মডেল এখন বাংলাদেশ। দেশের চলমান উন্নয়ন কর্মকান্ডের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। দেশ বিরোধী যে কোন ষড়যন্ত্র রুখে দিতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রতিটি মুজিব সৈনিককে প্রস্তুত থাকতে হবে।