ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে লকডাউন এর দ্বিতীয় দিনে করোনার সংক্রমণ প্রতিরোধে ২হাজার ৯শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
এসময় স্বাস্থ্যবিধি না মানায় ও সরকার ঘোষিত সময়ে উপেক্ষা করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় পৌর শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৭ প্রতিষ্ঠান ও ব্যক্তিকে জরিমানা করেছে।
মঙ্গলবার ৬ এপ্রিল সন্ধ্যায় এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম।
আদালত সূত্রে জানা গেছে পৌর শহরের পূর্ব চৌরাস্তায় চারজন অটোচালককে ১শ টাকা করে, নিমতলায় অবস্থিত ইজি কম্পিউটারকে পাঁচশত টাকা, বাটা বাজার জুতার দোকানকে ১ হাজার টাকা ও স্বর্ণকার পট্টিতে ভাইভাই জুয়েলার্স কে ১ হাজার টাকা করে মোট ২ হাজার ৯শত টাকা জরিমানা করা হয়।