পীরগঞ্জ প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের শিক্ষার্থীরা চিত্রাঙ্কনের মাধ্যমে ভাষা শহীদদের স্মরণ করেছে। রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পীরগঞ্জ বণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুল ইসলাম, পীরগঞ্জ বনিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নওশের আলী সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। চিত্রাঙ্কনে শিক্ষার্থীরা শহীদ মিনার ছাড়াও ভাষা আন্দোলনের প্রতীকি চিত্র তুেেল ধরেন।